অনলাইন ডেস্ক : বিগত আগস্ট ৬, ২০২৩ তারিখে এভারগ্রীন ব্রিক ওয়ার্কস (Evergreen Brick Works) এর অর্থায়নে এবং প্রেইরী ড্রাইভ পার্ক রেসিডেন্ট গ্রুপের উদ্যোগে কমিউনিটির সদস্যদের জন্য রেভিন পরিদর্শন, প্রকৃতি পর্যবেক্ষণ ও হাঁটার (hiking) জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়।

অংশগ্রহনইচ্ছুক স্বাস্থ্য সচেতন সদস্যবৃন্দ প্রথমে প্রেইরী ড্রাইভ পার্ক কমিউনিটি গার্ডেনে মিলিত হন এবং সেখান থেকে ওয়ার্ডেন উডস রেভিনের ফায়ার পিট (fire pit) পর্যন্ত হাঁটেন।

হাঁটার পথে অংশগ্রহণকারীরা রেভিনের উভয় পার্শ্বের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ উপভোগ করেন। গ্রুপ লিডার শাহ মহিউদ্দিন ফায়ার পিট এলাকায় রেভিনের গঠন প্রক্রিয়া, ডিপোজিট (deposit), পানি প্রবাহ এবং জীববৈচিত্র্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা এবং এর সুষ্ঠু রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। এভারগ্রিন এর প্রোগ্রাম ম্যানেজার ম্যাক রজার্স (Mac Rogers) এবং পার্ক পিপল (Park People) ম্যানেজার সিনথিয়া হ্যাসি (Cynthia Hasie) রেভিন পরিদর্শনের আয়োজন এবং অংশগ্রহণ করার জন্য কমিউনিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধরনের উদ্যোগের ভুসি প্রশংসা করেন।

আরবান ইকোলজিস্ট (urban ecologist) আম্বিকা রেভিনের অপরিহার্য অঙ্গ ক্রিকের (creek) গুরুত্ব এবং প্রকৃতিতে এর ভ‚মিকা নিয়া বিশদ আলোচনা করেন। ভ‚তত্ত¡বিদ (Ecologist) আব্দুস সালাম বরফ যুগে কিভাবে রেভিন সৃষ্টি হয় তা বিশদভাবে ব্যাখ্যা করেন। কমিউনিটি লিডার আনার দিলারা পরিবেশের (environment) সাথে রেভিন কিভাবে সংযুক্ত সে বিষয়ে আলোচনা করেন। কমিউনিটি লিডার নাদিরা তাবাসসুম আদিবাসীরা রেভিনে কিভাবে মাছ, পাখি, জীবজন্তু সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে জীবন যাপন করতেন ও এই সকল সম্পদের রক্ষণাবেক্ষণ ও নিশ্চিত করতেন তা বিশদভাবে বর্ণনা করেন। প্রবীণ ও অভিজ্ঞ কমিউনিটি সদস্য শামসুল হক বরফ যুগে বহুবছর (millions of years) আগের বিশাল আকৃতির ডাইনোসরের (Dinosaur) জীবন বৃত্তান্ত নিয়া বস্তুনিষ্ঠ আলোচনা করেন।

অনুক‚ল আবহাওয়া এবং মনমুগ্ধকর পরিবেশে ৩০ জনের অধিক অংশগ্রহণকারী স্বতঃস্ফূর্তভাবে ইভেন্ট টিতে অংশগ্রহণ করেন। তারা রেভিন পরিদর্শন শেষে কমিউনিটি গার্ডেনের উৎপাদিত শাকসবজি হার্বাল পলিনেটর ফুল ও ফলের বাগান পরিদর্শন করেন। অনুষ্ঠানে কফি, বিস্কুট, পানি এবং সুস্বাদু স্বাস্থ্যসম্মত দুপুরের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন কমিউনিটি সদস্য মইনুল চৌধুরী, সাব্বির বক্তিয়ার, রবিউল ইসলাম, নাজমা আক্তার, সেলভি রাজ এবং রাজা। সিভিক ডের (Civic Day) লং উইকেন্ডের (Long weekend) অন্যান্য প্রোগ্রাম বাদ দিয়া আগ্রহ সহকারে অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।