অনলাইন ডেস্ক : গত ৫ই আগস্ট, শনিবার বিপুল উপস্থিতিতে উৎসাহ, উদ্দীপনা ও পরমানন্দে ভরপুর জমজমাট বনভোজনের আয়োজন করে চট্টগ্রাম সমিতি কানাডা ইন্ক। ডার্লিংটন পার্কে সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে রৌদ্রস্নাত পরিবেশে অনুষ্ঠিত এই বনভোজনে ছিল বর্ণাঢ্য সব আয়োজন। রকমারি সুস্বাদু খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও রাফেল ড্র। সকালে পরোটা, নান ও সুস্বাদু মাটন বুটের ডালের নাস্তা ও বেলা বিস্কুট সমেত চা। পরিবেশন। করা হয়। গরুর মাংস, খাসির মাংস, বুটের ডাল, সব্জি ও শুকটি সমেত মধ্যাহ্ন ভোজন সকলে তৃপ্তির সাথে গ্রহণ করেন। পড়ন্ত বিকেলে তরমুজ ও জাতীয় ফল কাঁঠালের পরিবেশনা আয়োজনে এক ভিন্ন মাত্রা সহযোজন করে। সন্ধ্যায় পরিবেশন করা হয় ঝাল মুড়ি। মধ্যাহ্ন ভোজে বিরতি দিয়ে দিনভর চলতে থাকে চট্টগ্রামের বিখ্যাত বেলা বিস্কুট সমেত চা পরিবেশন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুক্তা সরোয়ার ও সমিতির নিজস্ব শিল্পীদের পরিবেশনায় চট্টগ্রামের আঞ্চলিক গান সহ বিভিন্ন সংগীত সকলেই উপভোগ করেন। সকল বয়সীদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন। দিনে শেষ আয়োজনের ছিল রাফেল ড্র। আকর্ষণীয় পুরস্কারের মধ্যে অন্যতম ছিল সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী সৌজন্যে টরন্টো-ঢাকা-টরন্টো টিকেট (প্রথম) শাহেদ তাহেরের সৌজন্যে ৬৫ ইঞ্চি টিভি (দ্বিতীয়) মোঃ মাকসুদুল আলমের সৌজন্যে আইপড( তৃতীয়) আনোয়ার সাদাতের সৌজন্যে ল্যাপটপ (চতুর্থ) সহ আরও ১১ টি পুরস্কার।
যাদের অক্লান্ত পরিশ্রমে বনভোজন আয়োজন সফল হয়েছে তাদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের আহŸায়ক শেখ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়কদ্ধয় হাসান তারেক চৌধুরী ও শাহা আমানত উল্লা রিন্টু। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ এরশাদ, মোঃ শাহজাহান, এ এম এম তোহা, ব্যারিষ্টার রেজওয়ান রহমান, এমদাদ হোসেন চৌধুরী সহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা। আপ্যায়ন সম্পাদক আহসান বারী লাভলুর তত্ত¡াবধানে আপ্যায়নে ছিলেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, কাউসার সুমন, মোঃ সাখাওয়াত আলী, রূপন কান্তি দাশ-গুপ্ত, আইনুল কবির, মোঃ নাসির, মোহাম্মদ সেকান্দর আলী, আজাদ, ওয়াহিদ, শাহনেওয়াজ, ইশিতয়াক।
খেলাধুলা ও অন্যান্য আয়োজনে সহযোগিতায় ছিলেন নাহিদ আকতার , নাঈমা ফেরদৌসী, শাহজাদী আক্তার ও জেবুন নাহার। বাংলাদেশ কনসুলেট টরন্টোর মান্যবর কনসাল জেনারেল লুৎফুর রহমান ও এমপিপি ডলি বেগম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল তার শুভেচ্ছা বক্তব্যে এ ধরনের একটি বনভোজন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। দিনব্যাপী এই আয়োজনের সফল পরিসমাপ্তি কালে সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকল সদস্য, পৃষ্ঠপোষক ও আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।