অনলাইন ডেস্ক : জাতিসংঘের অভিবাসন সংস্থা রবিবার জানিয়েছে, ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা থেকে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ায় কমপক্ষে দুজন মারা গেছে এবং ৩০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে। তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে যথাক্রমে ৪৮ ও ৪২ জন অভিবাসী নিয়ে দুটি নৌকা রওনা হয়েছিল বলে জানা গেছে।
ইতালির কোস্ট গার্ডরা আইভরি কোস্ট থেকে এক নারী ও তার এক বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে। ইতালীয় কর্তৃপক্ষ নৌকাডুবির বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে।
শনিবার ল্যাম্পেডুসার দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে নৌকা দুটি ডুবে গেলে কোস্ট গার্ডরা ৫৭ অভিবাসীকে উদ্ধার করেন।
এর আগে জুনে গ্রিসে নৌকাডুবিতে কমপক্ষে ৭৮ জন মারা গিয়েছিল এবং শত শত মানুষ নিখোঁজ হয়েছিল।
রবিবার অগ্নিনির্বাপক ও পর্বত উদ্ধারকারী দল ল্যাম্পেডুসার উপকূলের একটি পাথুরে অংশে আটকে পড়া ২০ অভিবাসীকে উদ্ধারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রবল বাতাস নৌকাগুলোকে পাথরের সঙ্গে ঠেলে দেওয়ার পর শুক্রবার গভীর রাত থেকে অভিবাসীরা সেখানে রয়েছে।
এদিকে খারাপ আবহাওয়ায় দুই দিনের বেশি যাত্রার পর দাতব্য সংস্থা ওপেন আর্মস জানিয়েছে, তারা দক্ষিণ ইতালির ব্রিন্ডিসি বন্দরে ১৯৫ জন উদ্ধারকৃত অভিবাসীকে নামানো শুরু করেছে।
পাচারকারীরা রুক্ষ সমুদ্রের পূর্বাভাসের ব্যাপারে জানত উল্লেখ করে তদন্তের দায়িত্বে থাকা পুলিশ প্রধান ইমানুয়েল রিসিফারি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘যে-ই তাদের অনুমতি দিয়েছে বা বাধ্য করেছে এই সমুদ্র পাড়ি দিতে, সে একজন বেঈমান অপরাধী পাগল।’