অনলাইন ডেস্ক : ইউক্রেনে যুদ্ধবিরতি কেনো সম্ভব নয় সেই কারণ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফ্রিকার নেতাদের শান্তি বিষয়ক প্রস্তাব শোনার পর এক সাংবাদিক সম্মেলনে পুতিন জানিয়েছেন, ইউক্রেন ব্যাপক আকারে পাল্টা আক্রমণ অব্যাহত রাখায় যুদ্ধবিরতিতে যাওয়া সম্ভব নয়।

পুতিন বলেছেন, ‘ইউক্রেনের সেনাবাহিনী আগ্রাসী। তারা হামলা করছে। তারা বড় ধরনের কৌশলগত অভিযান পরিচালনার পদক্ষেপ কার্যকর করছে। আমরা যখন আক্রমণের মুখে তখন কোনোভাবেই যুদ্ধবিরতিতে যেতে পারি না।’

এসময় শান্তি আলোচনার বিষয়ে পুতিন বলেন, ‘আমরা তাদের প্রত্যাখান করিনি। এই প্রক্রিয়া শুরু হতে দুই পক্ষেরই সমঝোতায় পৌঁছাতে হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

সূত্র: রয়টার্স