বিদ্যুৎ সরকার : এ মুহূর্ত থেকে আমার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে চাই। সামাজিক যোগাযোগ, টেলিফোন, ই-মেইল সব ধরণের মাধ্যম আমি বন্ধ করে দেবো। বন্ধু, প্রেমিক, আত্মার আত্মীয় যাদের সাথে জন্ম থেকেই যুক্ত হয়ে আছি- সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে চাই। আমি একাকী হতে চাই, পরিচিত জনের ভালোবাসার সীমারেখা থেকে দূরে চলে যেতে চাই, বহু দূরে। আমার স্মার্ট ফোনটি বাটন টিপে বন্ধ করে দেবো যাতে, একসাথে সবগুলো যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে যায় নিমিশেই। প্রয়োজন হলে নদীর জলে ছুড়ে ফেলে দেবো, কখনো মন চাইলেও কাউকে যেন খুঁজে পেতে না পারি। যতদিন মন চায় আমি আমার সমস্ত চেনামুখ, পরিচিত স্থান ও অন্যসব প্রিয় স্থাবর-অস্থাবর থেকে দূরে থাকবো। আন্দামান দ্বীপে যেমন দীপান্তর দিতো কয়েদীদের, আমিও আমার নিজ সত্ত¡াকে দীপান্তর দিতে চাই স্বেচ্ছায়। কোন পিছুটান থাকবে না, পুরনো কোন ভাললাগা থাকবে না, কোন ভালোবাসা থাকবে না, বহমান কোন সুখ-দুঃখ যেন আমাকে স্পর্শ করতে না পারে। আমার অনুভ‚তিকে এতটুকুও প্রভাবিত করতে না পারে। একাকী নির্জনতায় আমি হারিয়ে যেতে চাই। আমি আমার পুরনো ‘আমি’ কে ভুলে যেতে চাই। ভুলে থাকতে চাই আমার সকল সুখময় স্মৃতি, দুঃখময় অতীত। আমি এক ‘নতুন আমি’তে রূপান্তরিত হতে চাই। একটি অনন্য ‘মেটাসরফোসিস’ ঘটাতে চাই আমার আমিকে ঘিরে। ‘থাউজেন্ড আইল্যান্ড’ এর যে কোন একটি নিঝুম দ্বীপে আমি কাঙ্খিত সময়ের জন্য পরবাসী হতে চাই। আমার একাকীত্বে শুধু থাকবে সুনীল আকাশ, রোদেলা দুপুর, জ্যোস্না কবলিত রাত, অভিশপ্ত আলোহীন কালো রাত্রিতে জোনাকীর মহোৎসব, স্বচ্ছ জলের ধারা, আর সুদূর প্রসারিত সবুজ বন। নদীর ধারে শুয়ে শুয়ে দেখলে মনে হবে আকাশ ছুঁয়েছে নদীকে আর সবুজ বন ছুঁয়ে গেছে নীল আকাশকে। চঞ্চল মাছেদের চলাচল, অস্থির পাখিদের ডানা ঝাপটায় আমার ঘুম ভাঙ্গবে- সু-প্রভাত বলে কেউ এসে করমর্দন না করুক তাও ভালো। রংধনুর তাবত রং দেখে দেখে মনে মনে একটি অনুপম ছবি এঁকে ফেলবো মনের দেয়ালে। ডুব সাতার দিয়ে ঝিনুক কুড়াবো দু-হাত ভরে।
কোন এক নাবিক তার প্রেয়সীকে লেখা চিঠিগুলো কেমন করে নৌকা বানিয়ে ভাসিয়ে দিয়েছে কোন এক অজানা ঠিকানায়। স্রোতের টানে চলে যাওয়া ছোট্ট কাগজের নৌকাগুলো দেখে দেখে শুধু একটিবার আমি ভাববো মেঘনার বুকে ভাসমান নানা রঙের পাল তোলা শত শত নৌকা, সবুজ বনের গহীনে হারিয়ে যাওয়া আমার প্রিয় গ্রাম, আমার চিরচেনা শরতের আকাশ। নিজেই অবাক হবো নিজেরই মনের দেয়ালে আঁকা ছবির সাথে এতোটা মিল দেখে। আমি একাকী হতে চাই, বিচ্ছিন্ন হতে চাই আমার সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। আমার ভাবনা একান্তভাবেই আমার হোক। যতক্ষণ মন চাইবে, যতদিন আমি একাকী থাকবো কোন এক নির্জনতায়, এক অচেনা-অজানা দ্বীপে।
বিদ্যুৎ সরকার : লেখক ও আলোকচিত্রী, টরন্টো, কানাডা