সুমন জাফর : আগামী ২২শে জুলাই, শনিবার টরন্টোর ৫৮ রাইকার্ট ক্রিসেন্ট ইস্ট ইয়র্ক এর সেরানা গুন্ডি পার্কে কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’ (CAARU)’র বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে ছয়টা পর্যন্ত এই পিকনিক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯৫৩ সালে বাংলাদেশের রাজশাহী শহরে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ৭৫৩ একর জায়গা জুড়ে দেশের সবচেয়ে প্রাকৃতিক মনোমুগ্ধকর এই বিশ্ববিদ্যালয়ে ১০টি ফ্যাকাল্টি এবং ৬০টি বিভাগ রয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০ হাজার। বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অবদান রাখেন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সাথে কাজ করার সাথে সাথে প্রতিনিয়ত বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। কানাডায় এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী বসবাস করেন। প্রতি বছর বার্ষিক এই পিকনিকে এদের অনেকের উপস্থিতিতে প্রাণ স্পন্দনে ভরে উঠে পিকনিক প্রাঙ্গণ।
কানাডায় বিশেষ করে টরন্টোতে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই পিকনিকে পরিবারসহ উপস্থিত থাকার জন্য ‘কানাডিয়ান এলামনাই এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’ (CAARU)’র সভাপতি মোস্তাফিজ খান এবং সাধারণ সম্পাদক সুমন জাফর বিশেষভাবে অনুরোধ করেছেন। তারা মনে করেন, ‘মতিহার’ নামে খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখরিত এক সময়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠবে এবারের পিকনিক। সেই সাথে অনেকেই একেবারে নিজেদের কাছে ফিরে পাবেন দীর্ঘদিন না দেখা এক সময়ের বন্ধুদের।
কারু’র পিকনিক সম্পর্কে জানতে এবং পিকনিকে যোগ দেওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন মোস্তাফিজ খান (মোবাইল : ৯০৫-৯৬৫-৮৯৪৯) এবং সুমন জাফর (মোবাইল : ৪১৬-৮৯৫-৪২৬১) এর সাথে। সেই সাথে প্রয়োজনে ইমেইল করতে পারেন caaru.office@gmail.com এ।