অনলাইন ডেস্ক : গত ২৭ জুন, মঙ্গলবার কানাডার সরকার আনুষ্ঠানিকভাবে পশুদের ওপর প্রসাধনী সামগ্রীর পরীক্ষা নিষিদ্ধ করছে। সরকারের ঘোষণা অনুযায়ী, পশুদের ওপর প্রসাধনী পণ্যের পরীক্ষা চালানো এবং এমন পরীক্ষার ওপর নির্ভরশীল পণ্য বিক্রি, উভয়ই নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপ নিতে কানাডার খাদ্য ও ওষুধ আইন সংশোধন করা হয়েছে।
সরকারী সূত্রে জানানো হয়, কানাডায় পশুদের ওপর প্রসাধনী পরীক্ষা একটি ‘বিরল ঘটনা’। কানাডার স্বাস্থ্যমন্ত্রী জিন-ইভেস ডুকলোস এক বিবৃতিতে বলেন, এমন পদক্ষেপ নিতে পেরে আমরা গর্বিত। ক্রেতাদের নিষ্ঠুরতা-মুক্ত পণ্যের নিশ্চয়তা দিতে পারবো এখন থেকে। বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ বিষয়ে কাজ চালিয়ে যাবো আমরা।
হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪৪টি দেশে পশুদের ওপর প্রসাধনী পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোসহ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া অন্যতম। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়াসহ ১০টি রাজ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কানাডা সরকারের এমন সিদ্ধান্তকে পশুপ্রেমীরা সাধুবাদ জানিয়েছেন। সূত্র : সিএনএন।