অনলাইন ডেস্ক : কানাডা অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার গত ২৭ জুন, মঙ্গলবার ঘোষণা করেছেন যে সরকার ১০ হাজার আমেরিকান এইচ-১বি ভিসাধারীদের দেশে এসে কাজ করার অনুমতি দেওয়ার জন্য একটি উন্মুক্ত ওয়ার্ক-পারমিট স্ট্রিম প্রণয়ন করবে। একটি সরকারি বিবৃতিতে কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব মন্ত্রণালয় বলেছে যে প্রোগ্রামটি এইচ-১বি ভিসাধারীদের পরিবারের সদস্যদের জন্য অধ্যয়ন বা কাজের অনুমতি প্রদান করবে।

“হাই-টেক ফিল্ডে হাজার হাজার কর্মী এমন সব কোম্পানীর সাথে যুক্ত আছেন যেগুলো কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বড় কার্যক্রম পরিচালনা করে এবং যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে তাদের প্রায়শই একটি এইচ-১বি স্পেশালিটি অকুপেশন ভিসা থাকে।

১৬ জুলাই, ২০২৩ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এইচ-১বি বিশেষায়িত ভিসাধারীরা এবং তাদের সাথে থাকা পরিবারের সদস্যরা কানাডায় আসার জন্য আবেদন করার যোগ্য হবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

নতুন সিদ্ধান্তের অধীনে অনুমোদিত আবেদনকারীরা তিন বছর পর্যন্ত সময়সীমার একটি ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। “তারা কানাডার যে কোনও জায়গায় প্রায় যে কোনও নিয়োগকর্তার জন্য কাজ করতে সক্ষম হবেন। তাদের পত্নী এবং নির্ভরশীলরাও প্রয়োজন অনুসারে একটি অস্থায়ী আবাসিক ভিসার জন্য আবেদন করার যোগ্য হবেন, এর মধ্যে রয়েছে কাজ বা অধ্যয়ন পারমিট, বিবৃতিতে বলা হয়েছে।

মন্ত্রী ফ্রেজার বলেছেন যে, এই বছরের শেষ নাগাদ ফেডারেল সরকার বিশ্বের সবচেয়ে প্রতিভাবান কিছু লোকের জন্য একটি অভিবাসন স্ট্রীম চালু করবে; যারা প্রযুক্তি কোম্পানিতে কাজ করার জন্য কানাডায় আসতে সক্ষম হবে, চাকরি থাকুক বা না থাকুক।

তবে, কারা যোগ্য হবেন বা কতজন স্ট্রিমে যোগ্য হবেন তা সঠিকভাবে ব্যাখ্যা করেননি ইমিগ্রেশন মন্ত্রী।

কয়েকদিন আগেই আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরেই এইচ-১বি ভিসার নিয়মে বদলের কথা ঘোষণা করা হয়। ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিল্ডিংয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে মার্কিন ওয়ার্ক ভিসা নীতির সরলীকরণ নিয়ে মোদি ঘোষণা করেন, এবার আমেরিকায় বসেই এইচ১বি ভিসা রিনিউ করতে পারবেন ভারতীয়রা। শুধু মাত্র এই কাজের জন্যই তাদের আর বারবার দেশে ফিরতে হবে না।
তার কয়েকদিনের মধ্যেই ভারতীয়সহ সমস্ত এইচ-১বি ভিসা হোল্ডারদের জন্য সুখবর শোনাল কানাডা।

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, মার্কিন এইচ-১বি ভিসা থাকলেই তিন বছরের জন্য কানাডায় ওয়ার্ক পারমিট মিলবে। সেই অনুমতির ভিত্তিতেই কানাডার যেকোনও প্রান্তে যেকোনও ক্ষেত্রে কাজ করতে পারবেন বিদেশি নাগরিকরা। পড়াশোনা বা চাকরির অনুমতি পাবেন এইচ-১বি ভিসা হোল্ডারের পরিবারের সদস্যরাও। এই ঘোষণার ফলে বিপুল সংখ্যক ভারতীয় উপকৃত হবেন বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। মূলত প্রযুক্তিগত ক্ষেত্রে চাকরি করতেই বিদেশিদের জন্য এইচ-১বি ভিসা দেয় আমেরিকা। সেই একই ধরনের কাজের জন্যই এইচ-১বি ভিসা হোল্ডারদের জন্য দেশে কাজের সুযোগ দিতে চাইছে কানাডা। প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রযুক্তি সংস্থাগুলি থেকে ব্যাপক ছাঁটাইয়ের জেরে সমস্যায় পড়েছেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। কানাডার ঘোষণায় খানিকটা স্বস্তি মিলবে তাদের। সূত্র : সিবিসি নিউজ ও এনডিটিভি