বিনোদন ডেস্ক : বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে ১৭ বছর আগে জোর করে চুমু দিয়েছিলেন গায়ক মিকা সিং। এতে রাখি এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে মামলা ঠুকে দিয়েছিলেন তার নামে। দেড় দশক পরে এসে সেই রাগ শীতল হওয়ায় মামলা তুলে নিলেন রাখি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেওদনে উঠে এসেছে এ তথ্য।
২০০৬ সালে মুম্বাইয়ে এক রেস্তরাঁয় মিকার জন্মদিনের পার্টিতে ঘটনাটি ঘটেছিল। সেই পার্টিতে মিকা তার সব বন্ধুকে নিষেধ করেছিলেন মুখে কেক মাখাতে। তারপরও রাখি কেক মাখিয়ে দেন মিকার মুখে। এরপরই রাখিকে জোর করে চুম্বন করেছিলেন তিনি।
এতে ভীষণ চটে যান রাখি। মিকার বিরুদ্ধে মামলা করেন তিনি। ফলে গায়ককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতারও করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।
চলতি বছর শুরুর দিকে মিকা এফআইআর এবং পুলিশের দায়ের করা চার্জশিট বাতিল করতে হাইকোর্টে যান। এরপর রাখিও সম্প্রতি অভিযোগ তুলে নেন।
হলফনামায় রাখি জানিয়েছেন যে তিনি ও মিকা বিষয়টির সৌহার্দ্যপূর্ণ ভাবে সমাধান করেছেন। লিখেছেন, “আমাদের সমস্ত মতপার্থক্য বন্ধুত্বপূর্ণ ভাবে সমাধান করেছি। আমরা বুঝতে পেরেছি যে ভুল বোঝাবুঝির কারণেই সবটা অহেতুক জটিল হয়েছিল।”