অনলাইন ডেস্ক : গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসীদের বহনকারী একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার পর অন্তত ৫৯ জন মারা গেছেন। এ সময় ১০০ জনেরও বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার গ্রিক কোস্টগার্ড বলেছে, অভিবাসী বোঝাই নৌযানটি পেলোপোনিজ উপকূল থেকে পাইলোসের দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ডুবে গেছে।
সেখানে প্রবল বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তারপরেও সেখানে একটি বিস্তৃত অভিযান চালানো হচ্ছে। গ্রিক কোস্টগার্ড একটি বিবৃতিতে বলেছে, ১০০ জনের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।
দেশটির কোস্টগার্ড জানিয়েছে, জীবিতদের মধ্যে চারজনকে হাইপোথার্মিয়ার উপসর্গ নিয়ে কালামাটা শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে তাদের কারও কাছে লাইফ জ্যাকেটের মতো নিরাপত্তা সরঞ্জাম ছিল না।
ছয়টি কোস্টগার্ড জাহাজ, একটি নৌবাহিনীর ফ্রিগেট, একটি সামরিক পরিবহন বিমান ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার, পাশাপাশি বেশ কয়েকটি ব্যক্তিগত জাহাজ নিখোঁজদের সন্ধানে অংশ নিয়েছে।
ইতালিগামী নৌকাটি পূর্ব লিবিয়ার তোব্রুক এলাকা থেকে যাত্রা করেছিল বলে ধারণা করা হচ্ছে।
গ্রিক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি যে নৌযানটি কোন বন্দর থেকে ছাড়া হয়েছে। তবে দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন যে জাহাজে থাকা বেশিরভাগ শরণার্থীই মিসর, সিরিয়া ও পাকিস্তানের নাগরিক।
সূত্র : আল-জাজিরা