রুমা বসু

বিদ্রোহী কবি বলে বাঙালির ঘরে তাঁর যে পরিচিতি
তিনি কিন্তু লিখে গেছেন কত শত প্রেমের কাব্য – গীতি
কাজী নজরুল ইসলাম, বাংলার প্রেম – দ্রোহের কবি
বাঙালির দেয়ালে ঝোলে তাঁরই ঝাঁকড়া চুলের ছবি।

দুখুমিয়া তাঁর সাম্য, ভালোবাসা আর দ্রোহের লেখায়,
জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথে মিলতে শেখায়,
বাঙালির থেকে তাও গেল না ধর্ম, জাতি, বর্ণের ভেদ
কবির লেখা থেকে শিখলাম না কিছু, এই হ’লো ক্ষেদ।

ব্রিটিশ সেনা বাহীনিতে বিদ্রোহী কবি যোগ দিয়ে ছিল
অন্যায়ের প্রতিবাদ করাতে, কবিকে জেলে যেতে হ’লো
প্রতিবাদী কলমে লেখা সৃষ্টিতেই বিদ্রোহী পরিচয়
ব্রিটিশের অত্যাচারে জেলে ধরল তাঁর শরীরে ক্ষয়।

বাংলাদেশে এনে, দিলো তাঁকে জাতীয় কবির নিদর্শন
মরণে কেড়ে নিল তাঁর ধর্ম নিরপেক্ষতা প্রদর্শন।
নির্বাক কবির জন্য তৈরী করে সম্মান দেয়ার যন্ত্র
মৃত্যুতে মুছে দিতে চেয়েছিল তাঁর সৃষ্টির মূল মন্ত্র।

দ্রোহ – প্রেমের গান, কবিতা, আর তাঁর সৃষ্ট যত গল্পে
বাংলা সাহিত্যে মাপা যায় না তাঁর অবদান খুব অল্পে\
অটোয়া, কানাডা