বিনোদন ডেস্ক : বাগদানের আংটি চুরি হয়েছে হলিউড অভিনেত্রী লিলি কলিন্সের। হলিউড স্পা থেকে আংটিটি চুরি হয়েছে ‘এমিলি ইন প্যারিস’ খ্যাত এ অভিনেত্রীর।

ইয়াহো নিউজের খবর, কিংবদন্তি গায়ক ফিল কলিন্সের মেয়ে লিলি জানিয়েছেন, তিনি হোটেলে ছিলেন। হোটেলে গহনাগুলো রেখে বাইরে গিয়েছিলেন । কিন্তু ফিরে এসে দেখেন তার গহনাগুলো নেই।

ফক্স নিউজের প্রতিবেদন বলছে, গত ৬ মে পশ্চিম হলিউডের একটি হোটেল থেকে আংটি হারিয়েছে লিলি কলিন্সের।

২০১৯ সালে লিলি কলিন্স হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে ভালোবাসার সম্পর্কে যান। এরপর ২০২০ সালের ৪ সেপ্টেম্বর তাকে আংটি পরান পরিচালক চার্লি। সেই আংটিটিই চুরি হয়েছে হোটেল থেকে। এ দম্পতি ২০২১ সালে বিয়ে সম্পন্ন করেন।