অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তদের ৯৯ শতাংশই ঝুঁকিমুক্ত। শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্য করেন। যদিও যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছে। খবর দ্য হিন্দুর

প্রেসিডেন্ট ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বলেন, আমরা ৪ কোটির বেশি মানুষের পরীক্ষা করিয়েছি। কিন্তু কোভিড-১৯ রোগীর ৯৯ শতাংশের ঝুঁকি নেই। তার এ বক্তব্য দেশটির মৃত্যু ও আক্রান্তের সংখ্যার সঙ্গে মেলে না। প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড-১৯ রোগীদের জন্য ভেন্টিলেটরের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা ভাইরাসে আক্রান্তদের অন্তত ২০ শতাংশের বেশি মানুষের অবস্থা খুব খারাপ।

নিউমোনিয়া এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যাই বেশি। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার ড. স্টিফেন হান প্রেসিডেন্টের মন্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমেরিকানদের স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দেওয়া উচিত।