অনলাইন ডেস্ক : ২৬শে মার্চ ২০২৩, মহান স্বাধীনতা ও জাতিয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ অফিস, টরন্টোতে কানাডা আওয়ামী লীগ ও অন্টারিও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়।

কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি জসীম চৌধুরীর সভাপতিত্বে এবং অন্টারিও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাসারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা আবদুল কাদের মিলু, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, আওয়ামী লীগ নেতা মোঃ আবদুস সালাম, কানাডা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মিলন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক সংবাদ পাঠিকা আসমা আহমেদ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি সৈয়দ ফারুকী হাসান।

আলোচনা শেষে আরিফ সোহরাওয়ার্দির পরিচালনায় দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্টে নিহত সকলের জন্য, স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের জন্য মাগফেরাত এবং বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া শেষে উপস্থিত সকলেঢ় মধ্যে ইফতার এবং রাতের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন মোঃ আবদুস সালাম, মোঃ চৌধুরী বিপ্লব এবং আমরুল ইসলাম।