বিনোদন ডেস্ক : হংকংয়ের জনপ্রিয় মডেল অ্যাবি চোইয়ের খণ্ডিত একটি পা ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। তবে তার মাথা ও ধড়ের সন্ধান এখনো মেলেনি। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন হংকংয়ের এই মডেল।

এদিকে এ ঘটনায় ইতোমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রয়টার্স, সিএনএন, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকাসহ একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার হংকং শহরের অদূরে পো জেলার একটি বাড়ির ফ্রিজে মিলেছে চোইয়ের দেহাংশ। তবে তার মাথা, হাত ও বাকি শরীরের খোঁজ মেলেনি। পুলিশ তদন্তে নেমেছে। ড্রোন দিয়ে খোঁজ চলছে।

মডেলকে খুনের অভিযোগে ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তার প্রাক্তন স্বামী, শ্বশুর, শ্বশুরের ভাই, শাশুড়ি। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে চার্জগঠন করেছে পুলিশ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চোইয়ের প্রাক্তন স্বামী অ্যালেক্স কিয়ংকে গত শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও তার বিরুদ্ধে চার্জগঠন করা হয়নি। শ্বশুর ও তার ভাইয়ের বিরুদ্ধে খুনের চার্জগঠন করেছে পুলিশ। ঘটনায় ধামাচাপা দেওয়ার অভিযোগে শাশুড়ির বিরুদ্ধেও চার্জগঠন করা হয়েছে। কেন চোইকে খুন করা হয়েছে, সেই নিয়ে চলছে জেরা।

উল্লেখ্য, সমাজমাধ্যমে জনপ্রিয় ছিলেন অ্যাবি চোই। সম্প্রতি একটি ফ্যাশন পত্রিকার ডিজিটাল কভারেও তার ছবি প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার শেষ তাকে দেখা গিয়েছিল হংকংয়ের পো জেলায়।