বিনোদন ডেস্ক : কদিন আগেই বিয়ে করেছেন বলিউড তারকা সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি। মেয়ে নতুন জীবনে পা রাখার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা। বিয়ের পরদিনই মেয়ে এবং জামাইকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
পোস্ট ‘ধাড়কান’ খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘হাত ধরে রাখার ও বিশ্বাস করার একটি কারণ অনেক সময় সঠিক জায়গায় একজন ব্যক্তির ভালোবাসা ও বিশ্বাস তৈরি করে। ঈশ্বর আমার বাচ্চাদের আশীর্বাদ করুক।’
পোস্টটি নবদম্পতিকে ট্যাগও করেছেন তিনি। সেই সঙ্গে স্বামী রাহুলের হাতে হাত রেখে সাত পাক ঘুরেছেন আথিয়া, সেই ছবিও শেয়ার করেছেন।
উল্লেখ্য, ২০১৯ থেকে প্রেমের সম্পর্কে ছিলেন আথিয়া শেঠি ও ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল। দীর্ঘ ৪ বছর প্রেমের পর পরিণতি পেল তাদের সম্পর্ক। সোমবার (২৩ জানুয়ারি) গাঁটছড়া বাঁধেন দুই অঙ্গনের দুই তারকা। সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউজে বসেছিল তাদের রাজকীয় বিয়ের আসর।
খবর : হিন্দুস্তান টাইমস