আরিফ হোসেন বনি : গত ৬ই জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুলের মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী চলচ্চিত্র ‘কালবেলা’র প্রদর্শনী মধ্য দিয়ে টরন্টো ফিল্ম ফোরামের মাসব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের প্রদর্শনী শেষ হলো। চলচ্চিত্রটি গত ২৩শে ডিসেম্বরে প্রদর্শনীর কথা থাকলেও, টরন্টোর বিরূপ আবহাওয়ার জন্য সেদিন চলচ্চিত্রটির প্রদর্শনী সম্ভব হয়নি। ফলে গত ৬ই জানুয়ারি চলচ্চিত্রটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এর আগে গত ৩০শে ডিসেম্বর সন্ধ্যায় মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে প্রদর্শিত হয় চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিমের প্রামাণ্য চলচ্চিত্র ‘বুড়িগঙ্গা ৭১’। উল্লেখ্য, টরন্টো ফিল্ম ফোরাম প্রায় প্রতি শুক্রবার সন্ধ্যায় ৩০০০ ড্যানফোর্থের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে থাকে। এই সব চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী টরন্টো ফিল্ম ফোরাম প্রতি বছর মার্চ ও ডিসেম্বর মাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত শৈল্পিক চলচ্চিত্রের প্রদর্শনী করে থাকে। এই প্রদর্শনীর মূল লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভয়াবহতা সবার মাঝে ছড়িয়ে দেওয়া, এবং সেই সাথে বাংলাদেশের স্বাধীনতার জন্য নিবেদিত প্রাণ সকল ব্যক্তির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।

গত ৩০শে ডিসেম্বর এবং ৬ই জানুয়ারিতে প্রদর্শিত চলচ্চিত্র দুটি উপস্থিত দর্শকদের আবেগায়িত করা সাথে সাথে মুক্তিযুদ্ধের অনেক অকথিত বিষয় জানতে সাহায্য করে। এই দুই দিনের চলচ্চিত্র প্রদর্শনী শেষে চলচ্চিত্র দুটি নিয়ে আলোচনায় অংশ নেন এনামুল কবীর, আশফাকুর রহমান, পারভেজ চৌধুরী, এনায়েত করিম বাবুল, আমিনুল ইসলাম খোকন, অপু রোজারিও ও দেলোয়ার হোসেন দুলাল। ৩০শে ডিসেম্বর এনায়েত করিম বাবুল নির্মিত ‘বুড়িগঙ্গা ৭১’ প্রদর্শনীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সদস্য শারমিন শর্মী এবং ৬ই জানুয়ারি সাইফুল আনাম টুটুল নির্মিত ‘কালবেলা’ প্রদর্শনীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের কার্যনির্বাহী সদস্য আরিফ মোরশেদ।