অনলাইন ডেস্ক : গত ২৫শে নভেম্বর, শুক্রবার টরন্টো ফিল্ম ফোরামের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমীদের সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম ২০১৪ সালের ২১শে নভেম্বর টরন্টোর ২৭৬০ ড্যানফোর্থ এভিনিউ’র বাংলাদেশ সেন্টারে ফোরামের সদস্যদের চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করে। ফোরামের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে, সুন্দর ও শৈল্পিক চলচ্চিত্রের প্রদর্শনী এবং চলচ্চিত্র নির্মাণে আগ্রহীদের কারিগরী দিক দিয়ে সহযোগিতা করা। সংগঠনটি শুরু থেকেই প্রায় প্রতি মাসে পৃথিবীর কালজয়ী এবং সুস্থ ধারার চলচ্চিত্রের প্রদর্শনী করে আসছে। বর্তমানে ৩০০০ ড্যানফোর্থের টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে প্রায় প্রতি শুক্রবার সন্ধ্যায় চলচ্চিত্রের প্রদর্শনী হয়ে থাকে, যা সবার জন্য উন্মুক্ত থাকে।
২০১৭ সালে কানাডা ফেডারেশনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরাম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন শুরু করে। তারপর থেকে প্রতি বছর জুলাই মাসে সংগঠনটি অতি জাঁকজমকের সাথে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকে। এ বছর জুলাই মাসের জুলাই মাসের ১৮ থেকে ২৩ তারিখ পর্যন্ত ছয় দিন ব্যাপী টরন্টো তিনটি জায়গায় এই উৎসবের আয়োজন করা হয়।
টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যা ৭:৩০টায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। শুরুতে টরন্টো ফিল্ম ফোরামের সদস্য নাদিম ইকবালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘অন্তহীন প্রাণ’ প্রদর্শিত হয়। ফরিদপুরের কিশোর মুক্তিযোদ্ধা নওফেলের মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি উপস্থিত দর্শকদের আবেগায়িত করে তোলে। চলচ্চিত্র প্রদর্শনীর পর পরিচালক নাদিম ইকবাল উপস্থিত দর্শকদের সাথে চলচ্চিত্রটি নির্মাণ নিয়ে আলোচনায় অংশ নেন। এ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন মুক্তিযোদ্ধা পারভেজ এলাহী। চলচ্চিত্র প্রদর্শনী পর্ব উপস্থাপনা করেন টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক সোলায়মান তালুত রবিন। চলচ্চিত্র প্রদর্শনী শেষে টরন্টো ফিল্ম ফোরামের সদস্য এবং বন্ধুরা টরন্টো ফিল্ম ফোরামের বিভিন্ন কর্মকাণ্ড এবং যাত্রা পথ নিয়ে আলোচনা এবং স্মৃতিচারণ করেন। সেই সাথে তাঁরা আলোচনা করেন কিভাবে এই সংগঠনটি আরও সুন্দরভাবে প্রয়োজনীয় কর্মকাণ্ড পরিচালনা করে সামনে এগিয়ে যেতে পারে। টরন্টো ফিল্ম ফোরামের সদস্য ছাড়া এই আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চু, নতুন দেশ এর প্রধান সম্পাদক সাংবাদিক শওগাত আলী সাগর, টরন্টো ফিল্ম ফোরামের উপদেষ্টা আমিন মিয়া, মুক্তিযোদ্ধা পারভেজ এলাহী, মিসেস তাসনিম, সাংস্কৃতিক কর্মী ম্যাক আজাদ, স্থপতি শামীম আমিনুর রহমান এবং জ্যানেট গোমেজ। আলোচনা ও স্মৃতিচারণ পর্ব সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।