বিনোদন ডেস্ক : জয়া আহসান। সৌন্দর্য যার কাছে কবিতার মতো। বয়সকে ছাপিয়ে দিন দিন তিনি নিজেকে আকর্ষণীয় করে তুলছেন।

অভিনয় গুণ তো তার রয়েছেই, সৌন্দর্যেও তিনি বশ করে চলেছেন দুই বাংলার দর্শকদের।

জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। নিয়মিতই ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করেন ছবি, দেন স্ট্যাটাস। সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন। তবে বেশিরভাগ সময় ছবি পোস্ট করেই আলোচিত হন তিনি।

বৃহস্পতিবার জয়া আহসান নতুন একটি ফটোশুটের চারটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে কমলা রঙের পোশাকে, শীতের হাল ফ্যাশনে জয়া আহসান অনেকটা বোল্ড লুকে ধরা দিয়েছেন। ছবিগুলো দেখে চমকে গেছেন তার অনেক অনুরাগী। তাই তো ছবির নিচে কমেন্টও করেছেন অনেকে।

কেউ প্রশ্ন করছেন, ‘কিভাবে তারুণ্য ধরে রাখেন, আপনার এই ছবি তো আমার চোখ কপালে তুলে দিল।’ কেউ আবার লিখছেন, ‘আপনার এই সৌন্দর্যের তুলনা হয় না। দেখলেই মনে হয় আপনি তরুণ।’ একজন লিখেছেন, ‘দিন দিন বয়স কমছে আপনার।’