অনলাইন ডেস্ক : বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় দেশে রাজনেতিক ঐক্য শুধু মুখে বললে হবে না, নিজে থেকেই পাশে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২ নভেম্বর) সংসদে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চুন্নু তার প্রশ্নে বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় একাত্তরের মতো রাজনৈতিক ঐক্য গড়ে তোলার সম্ভাবনা আছে কি না, জানতে চান। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন? অথচ, দেশ যখন এমন ক্রান্তিলগ্নে পড়ে তখন সব বিরোধী দলের মাঝে ওই উদ্বেগ দেখিনি। বরং এই সুযোগ নিয়ে রাজনৈতিক অশান্ত পরিবেশ কীভাবে সৃষ্টি করা যায়, সেই চেষ্টাই তরা করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী সংকটের এই সুযোগ নিয়ে রাজনৈতিক অবস্থাকে ঘোলাটে করা আর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করার প্রবণতাটা পরিহার করতে হবে। ঐক্যবদ্ধ শুধু মুখে বললে হবে না, নিজের থেকে পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে কাজ করি। আমরা সবসময় ঐক্যে বিশ্বাস করি, যারাই আসবে, আমরা একসঙ্গে কাজ করবো, এতে কোনো সন্দেহ নেই।