বিনোদন ডেস্ক : পুরনো জনপ্রিয় গানের রিমেক করে যেমন জনপ্রিয় হয়েছেন নেহা কাক্কার, তেমনি হয়েছেন সমালোচিতও। সম্প্রতি এ বলিউড গায়িকা আরেকটি আইকনিক গান রিমেক করেছেন। এতে ক্ষিপ্ত হয়েছেন মূল গায়িকা ফাল্গুনী পাঠক। তার গাওয়া ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকায়ি’ গানটির রিমেক করেছেন নেহা। নতুন গানের শিরোনাম ‘ও সাজনা’। রিমেক করার আগে নেহা কিংবা নির্মাতা কর্তৃপক্ষ ফাল্গুনীর সঙ্গে যোগাযোগও করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

ফাল্গুনি তো বটেই, অনেক শ্রোতাও রিমেক গানটি ভালোভাবে নেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন। তারা মূল গানটি নষ্ট করার অভিযোগ এনেছেন নেহার বিরুদ্ধে। শ্রোতাদের এমন ভালোবাসায় মুগ্ধ ফাল্গুনী। রিমেক করায় আইনি ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে একটি সাক্ষাৎকারে ফাল্গুনী বলেন, ‍‘যদি পারতাম আইনি ব্যবস্থা নিতাম। তবে মূল গানের স্বত্ব আমার কাছে নেই’।