অনলাইন ডেস্ক : ছুরি হামলার ঘটনায় হতাহতের ঘটনাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সাসকাচোয়ানে ঘটা হামলাগুলো ভয়ংকর ও হৃদয়বিদারক।
এক টুইটে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। খবর রয়টার্সের।
কানাডার আদিবাসী অধ্যুষিত জনবিরল সাসকাচোয়ান প্রদেশে রোববার ভোরে এলোপাতাড়ি ছুরি হামলায় ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ১৩টি এলাকায় এসব হামলার ঘটনার পর পুলিশ দুই সন্দেহভাজনের খোঁজে অভিযান শুরু করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ হামলার ঘটনা কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী নির্বিচার হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি। এ ধরনের ঘটনা সাধারণত প্রতিবেশী যুক্তরাষ্ট্রেই বেশি ঘটতে দেখা যায়।
এ ঘটনায় দুই সন্দেহভাজনের নাম, ছবি ও চেহারার বর্ণনা প্রকাশ করেছে পুলিশ। সন্দেহভাজনদের একজন ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) ও অন্যজন মাইলস স্যান্ডারসন (৩০)। তাদেরকে সশস্ত্র, পলাতক ও বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে তারা এই হামলা চালিয়েছে আর কারা হতাহত হয়েছেন, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
পুলিশ জানিয়েছে, জেমস স্মিথ ক্রি নেশন এলাকায় ও ওয়েলডন গ্রামে হামলার ঘটনা ঘটেছে। এখান থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণে রেজিনা শহরে দুই সন্দেহভাজনকে একটি কালো নিশান গাড়িতে দেখা গেছে।
রোববার স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে রেজিনা থেকে পুলিশের কাছে প্রথম জরুরি ফোন কলটি আসে। এরপর সাহায্য চেয়ে একের পর এক ফোন আসতে থাকে। প্রদেশটির বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। প্রদেশটির বিশাল এলাকাজুড়ে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।
এক সংবাদ সম্মেলনে সাসকাচোয়ান রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কমান্ডিং অফিসার রনডা ব্ল্যাকমোর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকজনকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে। আর কয়েকজন এলোপাতাড়ি হামলার শিকার হয়েছেন। তাই এই মুহূর্তে হামলার উদ্দেশ্য সম্পর্কে বলা অত্যন্ত কঠিন। ছুরিকাঘাতে আরও কেউ আহত হতে পারেন এবং চিকিৎসার জন্য তাঁরা নিজেরাই হাসপাতালে গিয়ে থাকতে পারেন বলে জানিয়েছে পুলিশ।