স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে পিএসজি ও বেনফিকা একই গ্রুপে পড়ায় লিওনেল মেসিকে নিয়ে দুশ্চিন্তায় আছেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কারণ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মেসের মুখোমুখি হচ্ছেন তার জাতীয় দলের সতীর্থ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।

এই আর্জেন্টাইন ডিফেন্ডার যে কতটা আগ্রাসী সেটা ম্যানচেস্টার সিটিতে একসঙ্গে খেলার সুবাদে ভালোভাবে জানা আছে আগুয়েরোর। তাই ওটামেন্ডিকে সতর্ক করে দিলেন, যেন মেসিকে ইনজুরিতে না ফেলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইচেতে আগুয়েরো বলেছেন, ‘পিএসজি বেনফিকাকে পেলো… ওটামেন্ডি, ভুলেও লিওকে ইনজুরিতে ফেলো না। আমি তোমাকে খুন করে ফেলবো। বিশ্বকাপ সামনেই আছে।’

শুধু মেসি নয়, জুভেন্টাসের হয়ে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়েও চিন্তিত আগুয়েরো। তিনি বলেছেন, ‘এবং হ্যাঁ তুমি (ওটামেন্ডি) কিন্তু ডি মারিয়ার জুভেন্টাসের বিপক্ষেও খেলবে।’

আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে ফুটবলের এই মহাযজ্ঞ। আর্জেন্টিনা মাঠে নামবে ২২ নভেম্বর। দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপাখরা মেটানোর চেষ্টা এবার করবে আলবিসেলেস্তেরা।