হিমাদ্রী

কেউ একজন চাই যে শুনুক অন্তরের গহীন ভিতর।
কারণ কথা নিয়ন্ত্রণ হারায়, চোখে অনেক গল্প আমার,
কেউ তো চাই সে গল্প পড়ুক।

হৃদয় ভেঙেছে জুড়েছে আবার সেতো অনেকবার
কত আঘাতের ছবি সেখানে, তা ফেলে দেয়া যেতে পারে
আগ্রহ নিয়ে দেখুক, চড়া দামে বোকামির কামাই,
কেউ তো চাই তা এসে বলুক আমারে।

কেউ একজন চাই বুঝে নিক জীবনের হিসেব।
ভালবাসা কতটা নিখাদ হলে সম্পর্ক পুষ্ট হয়,
কতটা অবহেলায় ঘর হয় নষ্ট।
কেউ তো চাই চিনিয়ে দিক হাজার দুয়ারি জীবন
একশোটি বন্ধ হলে নশো-নিরানব্বই খোলা রয়।

কেউ একজন চাই যে থাকুক সামনে আয়না ধরে।
মুখে কতটা হাসি ধরে থাকলে বেদনা চাপা পড়ে
বেদনাই প্রেম, বেদনাই মধুর
কেউ তো চাই রবির মতো সুর দিয়ে যাক একলা চল’রে।

হিমাদ্রী
১৬/৬/২০