অনলাইন ডেস্ক : গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্গেই ব্রিনের স্ত্রীর সঙ্গেও বিয়ে বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করেছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এক টুইট বার্তায় তিনি বলেন, খবরটি একেবারেই ভুয়া।
সম্প্রতি মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলা হয়, গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মাস্ক। ব্রিনের সঙ্গে মাস্কের বন্ধুত্ব থাকলেও ওই অনৈতিক সম্পর্কের জেরে সেই বন্ধুত্ব ভেঙে গেছে।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদন ভুয়া বলে দাবি করেছেন মাস্ক। তিনি টুইট বার্তায় আরও বলেন, ব্রিনের সঙ্গে এখনও বন্ধুত্ব আছে। গত রাতেও একসঙ্গে পার্টিতে ছিলাম।
শানাহান যে সময়ে মাস্কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, ওই সময়ে সম্পর্কে টানাপোড়েন চলছিল ব্রিন ও শানাহান দম্পতির। দুজন একই ছাদের নিচে আলাদা থাকছিলেন বলে শানাহানের কাছের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এই নিয়ে এ বছরেই তৃতীয়বারের মতো নারী ঘটিত ‘কেলেঙ্কারীর’ খবরের শিরোনাম হলেন মাস্ক। অ্যাম্বার হার্ড বনাম জনি ডেপের বহুল আলোচিত মানহানি মামলাতেও হার্ডের সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছিল মাস্কের বিরুদ্ধে। হার্ড দাবি করে আসছেন, ডেপের সঙ্গে সম্পর্কচ্ছেদ হওয়ার পরেই মাস্কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।
নারী ঘটিত বিষয় ছাড়াও গত কয়েক মাস ধরেই খবরের শিরোনাম দখল করে রেখেছেন ইলন মাস্ক। প্রথম টুইটার কেনার প্রস্তাব দিয়ে পিছু হটেছেন সেই প্রস্তাব থেকে। মাস্ককে চুক্তি সম্পন্ন করতে বাধ্য করতে আদালতের শরণাপন্ন হয়েছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি।