অনলাইন ডেস্ক : ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার লোকালয়ে চলা ফেরার সময় দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে মাস্ক পরার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার ব্রাজিলের এক বিচারক এই নির্দেশ দেন।
ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনা ভাইরাসের ঝুঁকিকে পাত্তা না দিয়ে ইতোমধ্যে সমালোচিত হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত ১১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫১ হাজারের বেশি মানুষ। সর্বোচ্চ করোনা আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। এমন ভয়াবহ করোনা পরিস্থিতিতেও বলসোনারো মাস্ক ছাড়াই তার সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। একটি র্যালিতে তাকে মুখ না ঢেকেই কাশি দিতে দেখে গেছে। আরেকটি অনুষ্ঠানে তাকে হাঁচি দেয়ার পরই একজন বয়োজ্যেষ্ঠ নারীর সঙ্গে হাত মিলাতে দেখা গেছে।
এ নিয়ে গত সোমবার একজন ফেডারেল বিচারক ব্রাজিলের প্রেসিডেন্টের মাস্ক না পরার বিষয়ে একটি রুল জারি করেন। সেখানে বলা হয়, প্রেসিডেন্ট বলসোনারো মাস্ক না পরে বের হলে তাকে ৩৯০ ডলার জরিমানা গুণতে হবে। গত এপ্রিল থেকে ব্রাজিলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
করোনা মহামারির শুরু থেকেই ভাইরাস প্রতিরোধের চেয়ে দেশটির অর্থনীতির দিকটিকে বেশি গুরুত্ব দিয়ে সমালোচিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গত সোমবারও তিনি ফের ব্রাজিলের লকডাউন শিথিল করার আহ্বান জানিয়েছেন।