ম্যাক আজাদ
খুঁজে দেখো এই শহরকে নষ্ট করে কারা?
ভয় দেখায় লাগিয়ে গায়ে কাদামাটি সারা।
যা’দের জন্য এই শহর আজ ধুলোয় আকাশ ভরা!
তাদের জন্য এই শহর আজ বেঁচে থেকেও মরা।
কারা ছিটোয় সকাল দুপুর মিথ্যে নোংরা জল?
খুঁজে দেখো কারা গড়ে মিথ্যাচারের দল!
যাদের দলে তোমরা ছিলে বন্ধু ভেবে তাই?
তোমার যখন লাগবে কাজে খুঁজে দেখ নাই!
বন্দী করে আকাশ আমার স্বপ্ন কারাগারে,
নিভিয়ে দিয়ে আশার আলো ভরেছে আঁধারে!
স্বার্থের কাছে নিজে যারা বিকোয় অল্প দামে,
দূষিত করে সুখ পরিবেশ নামে বা বেনামে।
তাদের জন্য আজকে আমার শহর বিষাদময়,
তাদের জন্য আমার শহর অস্থির জেগে রয়।
তাদের জন্য হায়নার দল দাঁত কেলিয়ে হাসে,
তাদের জন্য সভ্য সমাজ হতাশাতে ভাসে।
এখনো আছে যাদের চোখে নতুন দিনের আলো,
এখনো যারা ব্যস্ত আছেন করতে কিছু ভালো।
এখনো যারা অল্পতে বাঁচে, প্রাণ খুলেও হাসে,
এখনো যারা এই সমাজকে বড্ড ভালোবাসে।
পারবে দিতে ফিরিয়ে আমায় সেসব দিনের স্মৃতি?
সে সব দিনের প্রাণের মায়া, সুরে ভরা গীতি?
যেমন ছিল মধুর হাসি মায়ায় ভরা মুখ,
আমরা সবাই বিলিয়ে দিতাম পরস্পরের সুখ।
এই শহরে এখনো আছে অনেক ভালোজন,
যাদের আছে দেশপ্রেম আর ভালো কাজের মন।
যাদের মধ্যে নেই যে শুধুই ‘আমি’ ‘আমি’ রব,
তারা এখনো কোনকিছু করে মিলেমিশে সব।
আবার একদিন আসবে কোন জ্যোৎস্না ভরা রাতে,
উল্লাসে মেতে থাকবো সবাই হাত রেখে হাতে।
আবার প্রভাত মুখরিত হবে নানান পাখীর গানে,
রোদে ঝলমল দিনগুলি সব আসবে প্রাণে প্রাণে।