রুদ্র মিজান : প্রাণঘাতী করোনাকালে থেমে গেছে অনেক ব্যবসা। বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। বিশেষ প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাচ্ছে না মানুষ। তুলনামূলকভাবে অন্য সময়ের তুলনায় রাস্তা-ঘাট অনেক ফাঁকা। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারিরা। নানা কৌশলে মিয়ানমার থেকে দেশে আনা হচ্ছে মরণনেশা ইয়াবা। মাদক কারবারিরা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ছড়িয়ে দিচ্ছে ঢাকাসহ সারা দেশে।
এপ্রিল মাসে সারাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মামলা করেছে ৮১টি। এই মাসে মাদক কারবারে জড়িত ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের হিসেবেই করোনা সংক্রমণের এই দুঃসময়ে মে মাসে মামলা বেড়েছে আশঙ্কাজনকভাবে। ওই মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করেছে ৪৮০টি। গ্রেপ্তার হয়েছে ৫১৯ জন। মাদক জব্দের তালিকায় বরাবরের মতোই শীর্ষে রয়েছে মরণনেশা ইয়াবা। এপ্রিলে জব্দ করা হয়েছে ১৭ হাজার ৭শ’ ৬৯টি ইয়াবা ট্যাবলেট। মে মাসে জব্দ করা হয়েছে ১৯ হাজার ৭শ’ ২০টি। এছাড়াও জব্দের তালিকায় রয়েছে, হেরোইন, গাঁজা, রেক্টিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিটসহ নানা ধরণের মাদক। র্যাব সূত্রে জানা গেছে, ১লা মার্চ থেকে ১৫ই জুন পর্যন্ত সারাদেশে মাদকসহ এক হাজার ৭৮৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই সময়ে ১৭ লাখ ৯ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ১৬ কেজি ৬৬৯ গ্রাম হেরোইন, ৩৯ হাজার ৫৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৩৩৭ হাজার কেজি গাঁজা, ৮৬৪ পিস ভায়াগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মদ, ড্রাগ ইনজেকশন জব্দ করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে প্রায় ৩০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ইয়াবাগুলো মিয়ানমার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে দিচ্ছে মাদক কারবারিরা। করোনার এই সময়ে পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চোরাইপথে আসছে ইয়াবা। গত ১৫ই জুন সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে ১ লাখ ৫০ হাজার পিস জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে তিন জনকে। উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে কক্সবাজারস্থ বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তিনি জানান, পাচারকারীরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবশে করবে। এই সংবাদ পেয়ে রেজুআমতলী বিওপি’র বিজিবি সদস্যরা তুলাতলী জলিলের গোদা নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। তুলাতলী থেকে উখিয়া থেকে একটি ইজিবাইক এলে থামাতে সংকেত দেন বিজিবি সদস্যরা। এসময় পাচারকারীরা বস্তাসহ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটক পাচারকারীরা হচ্ছে, উখিয়ার করইবুনিয়া গ্রামের মো. হাকিম আলীর ছেলে মো. জোবায়ের, একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. বাপ্পি ও পূর্ব ডিগলিয়া গ্রামের সৈয়দ আলমের ছেলে মো. শেখ আনোয়ার।
একইদিনে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে আধা কেজি হিরোইনসহ এক দম্পতিকে আটক করে র্যাব। র্যাব-২ এর স্পেশালাইজ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আনা আম। আমের কার্টুনটি কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করেন এক দম্পতি। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে র্যাব ওই দম্পতিকে টার্গেট করে। রিকশায় আমের কার্টুন নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এসময় তল্লাশি করে আমের কার্টুনে পাওয়া যায় একটি প্রেশার কুকার। প্রেশার কুকারে বিশেষ কৌশলে রাখা ছিলো আধা কেজি হেরোইন। এ ঘটনায় গ্রেপ্তার হাবিবুর রহমান বাবু ও দিলরুবা দিপা ঢাকাসহ ফরিদপুর ও মুন্সিগঞ্জে সহযোগীদের মাধ্যমে হেরোইন বিক্রি করে। গত ১০ই জুন আশুলিয়ার নায়ারহাট বাসস্ট্যান্ডে কাঁঠাল বোঝাই কাভার্ড ভ্যান থেকে ফেন্সিডিল জব্দ করেছে র্যাব। কাভার্ড ভ্যানের চেম্বারের ঝালাই কেটে ৭৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গত ১লা জুন কাওরানবাজারে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করে র্যাব। কাভার্ড ভ্যানে বিশেষ কৌশলে ওই ইয়াবা পরিবহন করা হচ্ছিলো।