১৪ই মে ২০২২, রোজ শনিবার চট্টগ্রাম সমিতি কানাডার উদ্যোগে ক্রিকেট টিমের জার্সি উদ্ভোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল চিটাগাং ভাইকিংস ক্রিকেট টিমের। সেই সাথে চট্টগ্রাম সমিতি কানাডার সফলতার ঝুড়িতে যুক্ত হলো আরেক সাফল্যের স্বর্ণ পালক! বিপুল উপস্থিতিতে ৩১০৮ ডেনফোর্থ এভিনিউতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জমজমাট। সমিতির সদস্যবৃন্দ এবং টরন্টোয় বসবাসরত চট্টগ্রামবাসী ছাড়াও স্থানীয় অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে। তাঁদের মধ্যে : এনআরবি টিভির চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া, এনআরবি টিভির সিইও শহীদুল ইসলাম মিন্টু, বাংলা কাগজ পত্রিকার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, ক্যান-বাংলা টিভির চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সভাপতি ডঃ হুমায়ুন কবির, প্রাক্তন ছাত্র নেতা এবং চাকসুর প্রাক্তন জি এস আজিম উদ্দিন আহমেদ। এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্বনামধন্য খেলোয়াড় মাহফুজুর রহমান মুন্না এবং জিয়াউর রশিদ রূপম আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদেরকে সম্মানিত করেছেন।

যথারীতি সমিতির আহ্বায়ক বীর মুক্তিযােদ্ধা ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সন্ধ্যা ৮টায় অনুষ্ঠান শুরু হয়। তিন পর্বে সাজানো ছিল পুরো অনুষ্ঠানটি। আলােচনা পর্ব, খেলোয়াড়দের পরিচিতি পর্ব ও জার্সি উদ্ভোধন পর্ব। আলোচনা পর্বে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম আহবায়ক কাজী ওসমান, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব মজুর চৌধুরী, যুগ্ম সদস্য সচিব হাসান তারেক, সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী তপন বড়ুয়া, শেখ জসিম উদ্দীন, লায়ন নাঈমা ফেরদৌসী (প্রাক্তন লায়ন ডিস্ট্রিক্ট গভর্ণর), উজ্জ্বল চৌধুরী, প্রাক্তন ক্রিকেটার কামরুল ইসলাম এবং টরন্টো লীগের নিয়মিত ক্রিকেটার ফয়সল দস্তগীর। বক্তারা চট্টগ্রাম সমিতির এই ব্যাতিক্রমধর্মী এবং গঠনমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে ভবিষ্যতে উনাদের পক্ষ থেকে যেকোনো ধরণের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বক্তব্যে ক্রিকেট খেলা ও চিটাগাং ভাইকিংস ক্রিকেট দল কানাডাকে নিয়ে বিভিন্ন বিষয় ফুটে উঠে।

ক্রিকেট বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় খেলা। কানাডাতেও ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতি কানাডা সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে আসছে। চিটাগাং ভাইকিংস ক্রিকেট টিম কানাডাকে পৃষ্ঠপোষকতাসহ সকল প্রকার সহযোগীতা করার ঘোষণা দিয়ে ক্রীড়া ক্ষেত্রেও সমিতি তাদের কার্যক্রমকে বিস্তৃত করেছে। বক্তারা সকলেই এই ক্রিকেট টিমকে অভিনন্দন জানান এবং আগামী দিনের সাফল্য কামনা করেন। দ্বিতীয় পর্বে তরুণ ক্রিকেটারদের মঞ্চে ডাকা হয় এবং পরিচয় করিয়ে দেয়া হয়। মুহুর্মুহু করতালি দিয়ে উনাদেরকে বরণ করা হয়। সেই সাথে রচিত হয় চট্টগ্রাম সমিতি কানাডার ইতিহাসে আরেক স্বর্ণময় মাইফলক। এই পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্রিকেট টিমের সংগঠক আনোয়ার সালাম এবং এই টিমের অধিনায়ক স্বাক্ষর বড়ুয়া।

তৃতীয় পর্বে সমিতির নেতৃবৃন্দ অতিথিদেরকে নিয়ে চিটাগাং ভাইকিংয়ের জার্সি উন্মোচন করেন। উপস্থিত ক্রিকেটাররা জার্সি পরিধান করেন। শুভেচ্ছার নিদর্শন স্বরূপ চট্টগ্রাম সমিতি কানাডা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন দুই ক্রিকেটার মাহফুজুর রহমান মুন্না এবং জিয়াউর রশিদ রূপমকে “চিটাগং ভাইকিংস” এর জার্সী উপহার দেয়া হয় এবং সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযােদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, সদস্য সচিব মঞ্জুর চৌধুরী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান এবং মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল উনাদেরকে জার্সি পরিয়ে দেন। পরিশেষে আহবায়ক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজ গ্রহণের আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মুখরােচক ও সুস্বাদু খাবারের স্পন্সর ছিলেন মঞ্জুর চৌধুরী, ব্যবস্থাপনায় ছিলেন মাহবুবুল ইসলাম সাইফুল এবং রান্নায় ছিলেন চট্টগ্রাম সমিতি ইয়ুথ টিমের জনি। নৈশভোজ পরিবেশনে সহযোগীতা করেন আহসান বারী লাভলু, মোঃ সেকান্দর আলী, সুমন, এরশাদ, আমিন মিয়া প্রমূখ। অত্যন্ত পরিছন্ন এবং সফল একটা অনুষ্ঠান উপহার দিল চট্টগ্রাম সমিতি কানাডা ইনক।