বিনোদন ডেস্ক : বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। দক্ষিণ ফ্রান্সে আগামী ১৭ মে ৭৫তম আসরের উদ্বোধন হবে। চলবে ২৮ মে পর্যন্ত। বিশ্বের বিভিন্ন প্রান্তের নানান ঘরানার ছবি ও প্রামাণ্যচিত্রের প্রথম প্রদর্শনী হবে বার্ষিক এই আয়োজনে। এবার কানের লালগালিচায় প্রথমবারের মতো হাঁটবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। একটি স্মার্টফোন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কানসৈকতে যাবেন তিনি। তার কথায়, ‘কানের লালগালিচার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত। বিভিন্ন দেশের সিনেমাকে উদযাপন করে এমন একটি মর্যাদাপূর্ণ আয়োজনের অংশ হওয়া একজন শিল্পী হিসেবে আনন্দদায়ক।’

কান চলচ্চিত্র উৎসবের এবারের আসর ভারতের জন্য হতে যাচ্ছে তাৎপর্যময়। অফিসিয়াল সিলেকশন থেকে শুরু করে মার্শে দ্যু ফিল্ম ও লালগালিচাসহ সবখানে থাকছে দেশটির চলচ্চিত্রের আলোকছটা। মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের মধ্যে অন্যতম বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। স্বর্ণপামজয়ী ছবি নির্বাচনে ভূমিকা রাখবেন তিনি। এ ছাড়া প্রায় প্রতিদিনই লালগালিচায় পা পড়বে তার। অন্যদিকে কানের ধ্রুপদী শাখা কান ক্ল্যাসিকসে নির্বাচিত হয়েছে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশন প্রকল্পের অংশ হিসেবে পুনরুদ্ধারের পর ছবিটি ডিজিটালাইজ করা হয়েছে। মূল ৩৫ মিলিমিটার সাউন্ড নেগেটিভ সরবরাহ করেছেন ছবিটির প্রযোজক পূর্ণিমা দত্ত। এতে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায় ও জয়শ্রী রায়।