স্পোর্টস ডেস্ক : সময়টা খুব ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের। পিএসজির হয়ে বেশ কয়েকবারের চেষ্টাতেও পরম আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারেননি। মৌসুমজুড়ে নিজ ক্লাবের সমর্থকদের দুয়ো শুনেছেন। সবমিলিয়ে কঠিন একটি মৌসুমের অন্তিম লগ্নে আছেন তিনি। মৌসুমটি খুশি মনে শেষ করতে না পারলেও নেইমারের সামনে সুযোগ থাকছে বছরটি দারুণভাবে শেষ করার। বছর শেষে যে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের ময়দানে অবতীর্ণ হবেন তিনি!
ব্রাজিলের হয়ে নেইমারের অভিষেক হয়েছিল এক যুগ আগে। তবে এতদিনে দেশের হয়ে শুধু ২০১৩ সালে ফিফা কনফেডারেশনস কাপ শিরোপাটাই জেতা হয়েছে তার। গত বছর কোপা আমেরিকার ফাইনালে উঠলেও লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে যায় নেইমারের ব্রাজিল। ২০১৯ সালে ব্রাজিল কোপা আমেরিকা জিতলেও সেবার চোটের কারণে দলে ছিলেন না তিনি।
২০২২ বিশ্বকাপে তাই দেশের জন্য নিজের জীবন বাজি রেখে লড়তে প্রস্তুত নেইমার, ‘আমি বিশ্বকাপ শিরোপা হাতে বছর শেষ করতে চাই। আমি নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করছি, যাতে সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারি।’
‘আমি এটার (বিশ্বকাপ) জন্য আমার জীবন দিয়ে দেব। আমি দুইবার বিশ্বকাপ খেলেছি, তাই এই টুর্নামেন্টর ধরন আমার ভালোই জানা। আপনি অপ্রস্তুত থাকলে সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে না। তাই আমি এটাকে ছেড়ে দিতে পারি না।’
ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর ফুটবলার ডিয়েগো রিবাসের সাথে সাক্ষাৎকারে পিএসজির হয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করতে না পারার আক্ষেপও ঝরেছে নেইমারের কণ্ঠে, ‘আমি এবার খুব করে চেয়েছিলাম পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে, তবে দুর্ভাগ্যজনকভাবে পারলাম না।’