স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে জাদু দেখান কিলিয়ান এমবাপে। মাত্র ১৯ বছর বয়সেই জিতেছিলেন বিশ্বকাপ। এরপর জিতেছেন একটা উয়েফা নেশন্স লিগের শিরোপাও। মাঝে পিএসজি ও ফ্রান্সের হয়ে নজরকাড়া পারফর্ম্যান্স দেখিয়েছেন বহুবার। তাতেই বোধ হয় ফ্রান্সের জনগণ সম্মোহিত হয়ে গেছে রীতিমতো। এতটাই যে দেশটির কিছু মানুষ দেশের রাষ্ট্রপতি হিসেবেও দেখতে চাইছেন ২৩ বছর বয়সী ফরাসি এই উইঙ্গারকে।
গত রোববার ফ্রান্সে হয়ে গেছে রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁ টানা দ্বিতীয় মেয়াদে বনে গেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি। সেখানেই ঘটেছে এই ঘটনাটা। নির্বাচনে এমবাপেকে ম্যাক্রোঁর মতো রাষ্ট্রপতি পদপ্রার্থী বানিয়ে দেওয়া হয়েছিল ফ্রান্সের তালনে গ্রামে। কাজটা করেছিলেন তার একদল সমর্থক।
ফ্রান্সের স্থানীয় পত্রিকা রিপাবলিকান ইস্ট জানাচ্ছে, সেই তালনে গ্রামের ভোটে দুই রাষ্ট্রপতি পদপ্রার্থীর পাশাপাশি এমবাপের নামেও ব্যালট ছেপে দিয়েছিল সেই সমর্থক দল। নকল ব্যালট যে সেসব, তা বলাই বাহুল্য। সেই গ্রামে ভোটার সংখ্যা ৩৪৮জন, সেই নকল ব্যালটে ভোট দেওয়া ভোটার ছিলেন ১০ জন।
এই ঘটনায় গ্রামের মেয়র লুদোভিস বারবারোসার ভাষ্য, ‘আমরা প্রথমে দেখলাম একটা ব্যালট বেরিয়ে এসেছে, তারপরে দুটো, তারপর আরও একটা একটা করে। আসল ব্যালট থেকে খুব একটা আলাদা করা যাচ্ছিল না সেগুলোকে, এতো দারুণভাবে বানানো হয়েছে সে ব্যালটগুলোকে।’
তাহলে আলাদা করা হলো কী দেখে? মেয়রের উত্তর, ‘তার নামটা কলম দিয়ে তাড়াহুড়োয় লেখা হয়নি। কম্পিউটারে লেখা হয়েছিল, এরপর ছাপা হয়েছে সেগুলো।’
সেসব ভোট যে জলে গেছে, তা আর বলতে! তবে যিনি এই নির্বাচনে নির্বাচিত হয়েছেন, সেই ম্যাক্রোঁও এমবাপের বড় ভক্ত। এমনকি নিজের নির্বাচনী প্রচারণাতেও তাকে সঙ্গে রাখতে চেয়েছিলেন।
যে এমবাপেকে নিয়ে এতো উন্মাদনা, সেই এমবাপেই কি-না ফ্রান্স ছেড়ে পাড়ি জমাবেন স্পেনে, গুঞ্জনটা এমনই। সেটা রুখতে লড়াইয়ের কথা বললেন ফরাসি রাষ্ট্রপতি। বললেন, ‘ফরাসি লিগ ও পিএসজিতে তাকে রেখে দিতে আমাদের লড়তে হবে। কারণ সে অসাধারণ একজন খেলোয়াড়। ফ্রান্সে তার খেলা দেখতে পারাটা দারুণ সুখের একটা বিষয়।’