অনলাইন ডেস্ক : গত দুই বছর করোনা মহামারীর প্রচণ্ড প্রকোপে সারা বিশ্বের মুসলিমদের মত কানাডার ইসলাম ধর্মের মানুষেরাও ঈদের স্বাভাবিক আনন্দ উপভোগ করতে পারেনি। বর্তমান সময়ে করোনার প্রকোপ অনেকটা কমে যাওয়ায় এবার ঈদ স্বাভাবিকভাবেই সবার জীবনে আসছে। এই ঈদ উল ফিতর উপলক্ষে কানাডার প্রধানতম শহর টরন্টোতে বসবাসরত বাংলাদেশী মুসলমানরা ঈদের কেনাকাটায় সরব হয়ে উঠেছে। টরন্টোর বিভিন্ন শাড়ী, পাঞ্জাবী এবং গয়নার দোকানগুলো এখন জমজমাট।

কানাডার মুসলিম সমাজ আগামী ২রা মে সোমবার ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছে। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এই উদযাপন ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এক অনাবিল আনন্দ এনে দেয়। টরন্টোর এক টুকরো বাংলাদেশ খ্যাত ড্যানফোর্থ এলাকা এখন থেকে মানুষের অনেক বেশি সমাগম লক্ষ্য করা যাচ্ছে। এদের অধিকাংশই অনেকটা দূর দূরান্তে এখানে আসছে মূলত ঈদের কেনাকাটার জন্য। ড্যানফোর্থ এলাকায় বেশি কিছু শাড়ী, কাপড় এবং ঈদের সাজসজ্জার দোকান পাওয়া যায়, যেগুলোতে অনায়াসে ঈদের সব সামগ্রী কিনতে পাওয়া যায়। ঈদের আগের রাত ড্যানফোর্থ এলাকা হয়ে উঠে উৎসবমুখর বাংলাদেশী মুসলমানদের এক আনন্দময় স্থান। তখন সত্যি সত্যিই সবাই ফিরে পায় এক সময়ে বাংলাদেশে উপভোগ করা ঈদের সেই আনন্দ।