২০ ফেরুয়ারি রবিবার, দুপুর ১টা ১ মিঃ, (বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিঃ) কানাডার নতুন প্রজন্মের শিশু কিশোররা তাদের নিজ হাতে রং তুলিতে আঁকা শহীদ মিনার এ সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাঁটু সমান উঁচু বরফ ও মাইনাস ২০ ডিগ্রিকে উপেক্ষা করে ‘আমার ভায়ের রক্তে রাঙানো’ গান গায়ে সমবেত হয়।

শিশুরা ফুল দিয়ে, পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বাংলা ভাষা ও আমাদের প্রিয় মাতৃভাষাকে সুদুর প্রবাসে সমুজ্জল রাখতে যে উত্সাহ ও জানার আগ্রহ প্রকাশ করেছে তা দেখে অনেক পথচারী ও ভিনদেশীরা হর্ন বাজিয়ে, হাত ইশারা দিয়ে উত্সাহ জুগিয়েছে।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে শহীদ সালাম-বরকত বাংলা শিক্ষা ঘর, মন্ট্রিয়ল এর লিওনেলগ্রু মেট্রো সংলগ্ন ওয়ার্ক ম্যান ষ্ট্রীট এর কর্নার এ কানাডায় জন্ম নেয়া নতুন প্রজন্মের শিশু-কিশোরদের নিয়ে এ প্রভাতফেরীর আয়োজন করে।
– সংবাদদাতা ও ছবি- শরীফ ইকবাল চৌধুরী