অনলাইন ডেস্ক : রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর উদারতা দেখিয়েছেন স্পেসএক্স-এর বিলিয়নিয়ার ইলন মাস্ক। তার কোম্পানি স্টারলিঙ্ক স্যাটেলাইট এখন ইউক্রেনে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে। স্পেসএক্স একই সঙ্গে ইউক্রেনে অধিক পরিমাণে টার্মিনাল পাঠাচ্ছে। শনিবার এ ঘোষণা দিয়ে টুইটারে ইলন মাস্ক লিখেছেন, ইউক্রেনে এখন স্টারলিঙ্ক সার্ভিস সক্রিয়। আরও টার্মিনাল সুবিধা দেয়া হবে। ইউক্রেনের একজন সরকারি কর্মকর্তার টুইটের জবাবে তিনি এ কথা বলেন। ওই কর্মকর্তা তার দেশে স্টারলিঙ্ক স্টেশন থেকে ইন্টারনেট সেবা দেয়ার জন্য ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ টুইটারে লিখেছিলেন, ইলন মাস্ক, যখন আপনি মঙ্গলগ্রহে কলোনি গড়ার চেষ্টা করছেন, তখন ইউক্রেন দখল করে নিচ্ছে রাশিয়া।
যখন মহাশূন্য থেকে আপনার রকেট সফলতার সঙ্গে অবতরণ করছে, তখন রাশিয়ার রকেট ইউক্রেনের সাধারণ মানুষকে আক্রমণ করছে।
উল্লেখ্য, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ইন্টারনেট সংযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিশেষ করে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে তা বেশি। এসব অঞ্চলে লড়াই তীব্র থেকে তীব্রতর হয়েছে। যদিও অনেক ব্যয়বহুল, তবুও স্যাটেলাইট প্রযুক্তি দুর্গম অবস্থায় থাকা বা বিচ্ছিন্ন অবস্থায় থাকা মানুষদের ইন্টারনেট সুবিধা দিতে পারে।