ইয়াকুব সিদ্দিকী
কাঁদিলে জনম ভর হৃত ক্ষণ তীরে,
হারানো জীবন কোথা কে পেয়েছে ফিরে?
দুদিনের আয়ু নিয়ে এলাম ধরায়,
একদিন কেটে গেলো হেলায় খেলায়।
বাবার সম্পদ ছিলো
উড়াতে দেরী না হলো
ইবলিশ খড়ি দিলো
জ্বালাতে আগুন আর হয় নাকো দেরী,
গায়ের শোণিত টগবগে বড় ভারী
ভাবি না কিছুই যারে খুশী তারে ধরি,
কি হবে ভাবি না পাছে ভবিতব্য স্মরি’।
নিজে নিজে করি কাজ দোষ দেই কারে?
হারানো জীবন কোথা কে পেয়েছে ফিরে?
স্রষ্টাকে করিয়া হেলা
ধর্ম করি অবহেলা
পরকাল পিছে ঠেলা
এসব সেকেলে মান্ধাতার মতবাদ,
আধুনিক কালে জন্ম আমরা আজাদ,
মানবো কেনো মোরা বেহেস্ত দোজখ,
বাস্তব জীবন মোরা করবো পরখ।
অন্যায়ে হারিয়ে যাই মাস্তানের ভীড়ে,
হারানো জীবন কোথা কে পেয়েছে ফিরে?
অবৈধ অর্থের লোভে
ঈমান বেচেছি কবে
কামনা বাসনা সবে
পূরণ করিতে আখেরাত মোর শেষ,
এখনো কাটেনি মোর ইবলিশি রেশ,
ভাল-মন্দ সবি বুঝি তোহফার মোহে,
কাকেও সহিতে নারি আত্ম পর নহে।
দেখি না কেউ তো আর উদ্ধারিতে মোরে,
হারানো জীবন কোথা কে পেয়েছে ফিরে?
স্কারবোরো, টরন্টো, কানাডা