অনলাইন ডেস্ক : কেপ টাউনে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ ১২৪ রানের ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্ট ডি কক। ১২৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ডি ককের এটি ১৭তম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্টকে টপকে গেলেন তিনি।
২৮৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৬টি সেঞ্চুরি করেছেন গিলক্রিস্ট। গিলক্রিস্টকে টপকে ১৭তম সেঞ্চুরি করলেন ডি কক। উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৪০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ২৫টি সেঞ্চুরি করেছেন সাঙ্গা।
এছাড়াও ভারতের বিপক্ষে ১৬ ম্যাচে ষষ্ঠ সেঞ্চুরির স্বাদ নিয়েছেন ডি কক। ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরিতে যৌথভাবে স্বদেশী এবি ডি ভিলিয়ার্স, শ্রীলংকার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং পাশেই আছেন ডি কক। ডি ভিলিয়ার্স-সাঙ্গা ও পন্টিং নিজেদের ক্যারিয়ারে ভারতের বিপক্ষে ৬টি করে সেঞ্চুরি করেন।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শ্রীলংকার সনাথ জয়সুরিয়ার। ৮৯ ম্যাচে ৭টি সেঞ্চুরি করেছেন জয়সুরিয়া।