অনলাইন ডেস্ক : আমেরিকার মূলধারার স্থানীয় ও জাতীয় নির্বাচনের বাছাইপর্বে জর্জিয়া অঙ্গরাজ্যের একই এলাকা থেকে দুই বাংলাদেশিসহ অন্য এলাকা থেকে বিভিন্ন পদে অন্তত পাঁচ বাংলাদেশি অংশ নিয়েছিলেন। কিন্তু নির্বাচনে কোনো বাংলাদেশিই জয়ী হতে পারেননি। তাঁরা সবাই ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ৯ জুন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইউএস কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ৭ থেকে রশিদ মালিক ও নাবিলাহ ইসলাম নামের দুই বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে ৪৬ শথাংশ ভোট পেয়ে বাছাইপর্ব নির্বাচনে জয়ী হয়েছেন ক্যারোলাইন বোর্ডক্স। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ২৩ হাজার ৭৮৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী বেরেন্ডা লোপেজ পেয়েছেন ১৪ শতাংশ ভোট। তাঁর ভোটসংখ্যা ৭ হাজার ৩৯২। আর ১৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন নাবিলাহ ইসলাম। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৬ হাজার ৬২১। ১১ শতাংশ ভোট পেয়ে এর পরেই রয়েছেন রশিদ মালিক, তিনি পেয়েছেন মোট ৫ হাজার ৮০১ ভোট। এই আসনে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৪১-এ প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ২ হাজার ৮৫৯ ভোট, যা মোট ভোটের ২০ শতাংশ। আর ৫০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন কিম জ্যাকসন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৭ হাজার ৩৫৭। এই আসনে মোট চারজন অংশগ্রহণ করেন। চারজনের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীরের অবস্থান দ্বিতীয়।

স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৪৮ বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশি জস উদ্দিন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৩ হাজার ৩৯৩, যা মোট ভোটের ২৩ শতাংশ। ৭৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাইকেল আউ। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১১ হাজার ৩৩৮।

এ ছাড়া ডিক্যাব কাউন্টি কমিশনার ডিস্ট্রিক্ট ১-এ প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশি এমডি নাসের। এখানে ৪৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সিন্থিয়া এক্সন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৩ হাজার ১১২। আর এমডি নাসের পেয়েছেন ১ হাজার ৭৮৪ ভোট, যা মোট ভোটের ২৪ শতাংশ।