মাগো যুদ্ধে যাবো
মাগো আমি যুদ্ধে যাবো দে না আমায় যেতে
পাক সেনাদের প্রতিশোধ নিবো অস্ত্র নিবো হাতে।
তোর মুখে শুনেছি মাগো বাঙালি দিয়েছে প্রাণ
যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা বিশ্বে মহান।
মাগো আমায় দে না যেতে তুলে নেবো হাতিয়ার
গুলির তোরে উড়িয়ে দেব শত্রু করবো সাবার।
লড়াই করে জিতবো মাগো যুদ্ধ হবে শেষ
বরণ মাল্য করবো জয় তোর দোয়ায় অশেষ।
মাগো আমি যুদ্ধে যাবো সহে না তোদের দুখ
ফিরে এসে দেখবো মাগো সবার হাসি মুখ।
পুত্র শোকে বাবা কাঁদেন অশ্রু নয়ন ঝরা
স্বামী সন্তান হারিয়ে মাগো সে যে সর্বহারা।
মাগো আমি যুদ্ধে যাবো সোনার দেশ গড়তে
লাল সবুজের পতাকা উড়াব আমার মাতৃভুমিতে।
দেশের মাটিতে যুদ্ধে করেছে বাংলার মুক্তিসেনা
বুকের রক্তে স্নান করলেও সে ঋন শোধ হবে না।
আজও মাগো স্বপ্নে দেখি স্বাধীনতা ঝলমলে রঙিন
লক্ষ কোটি বছর হলেও, ভুলবো না কোনো দিন।
দেশের তরে প্রাণ দিতে জেগে উঠবো আবার
স্বাধীনতার গৌরব রক্ষার দায়িত্ব, মাগো আমাদের সবার।
বিজয় কেতন উড়ছে
বাংলার মাটিতে লাল সবুজের
বিজয় কেতন উড়ছে,
সবার প্রাণে খুশির জোয়ার
নব জাগরণে ভাসছে।
বুকের মাঝে সবুজ রঙটি
স্বপ্ন সুখের বাহার,
বেদনা ভরা মুখটি কারো
রক্তিম-লাল আভার।
বিজয় দিনে লাল সবুজে
রাঙায় দেশের মুখ,
নানান রঙে রঙ্গিন শোভা
বাংলা মায়ের সুখ।
দেশ সাজে রঙ্গ রাজে
রাঙ্গায় আপন ভুবন,
রঙ্গিন সুধায় বিভোর কেহ
কাঁদছে কারো দু’নয়ন।
কারো জীবন অট্টালিকায় বাস
যুদ্ধে কারো সর্বনাশ,
রাস্তার ধারে ডাস্টবিনেতে কেহ
করে খাবার তালাশ।
মুক্তি সেনা ফিরে দ্বারে দ্বারে
সহায় সম্বল বস্ত্রহীন,
দেশের তরে সন্তান হারিয়ে
শোধ করছে ঋণ।
বিজয় হোক স্বপ্ন বুনার দিন
লাল সবুজ নির্ভীক,
সবুজ হলো সাম্যের শোভা
লাল আভা প্রতীক।
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক
একটি শপথ সবার,
দারিদ্র মুক্ত গড়বো দেশ
তোমার আমার অঙ্গীকার।
বিজয় উল্লাস
স্বাধীনতার বিজয় আজও মনে পড়ে
হৃদয় হাসে আনন্দ উল্লাসে,
যুদ্ধে মা বোন হারিয়ে কেহ
নয়ন জলে ভাসে।
স্বাধীনতা নয় মাস যুদ্ধের অবসান
একটি বিজয়ী জাতির শপথ,
শাসন মুক্ত বন্দী জীবনের আহবান
লক্ষ শহীদের রক্তের রথ।
স্বধীনতা বিরঙ্গনাদের সর্বস্ব ত্যাগের আর্তনাদ
নির্জাতিত অত্যাচারিত জীবনের অবসাদ।
স্বধীনতা বাংলা মায়ের মুক্তির সাধ
যা পূর্ণ করেছে মুক্তি সেনারা মিটিয়ে সকল বিবাদ।
বিজয়ের মাস
লাখো শহীদের রক্তের বিনিময় এসেছে স্বাধীনতা।
শত্রæ মুক্ত করে বুকের রক্তে এঁকেছে
লাল সবুজের পতাকা।
নয় মাস যুদ্ধের পর ঘরে ঘরে বহে আনন্দ উল্লাস।
স্বজন হারানোর বেদনায় কারো অশ্রæসিক্ত দীর্ঘশ্বাস।
ন’মাস ঝরেছে বুকের রক্ত
নয়ন জলে বাস।
পরাধীনতার গ্লানিতে জন জীবন
হয়ে পরেছিল নাভিশ্বাস।
সব হারিয়ে দুঃখ কষ্টে বীরাঙ্গনাদের
দেশের মাটিতে সর্বনাশ।
কেহ অঙ্গ হারিয়ে অসহ্য যন্ত্রণায়
নিরব জীন্দা লাশ।
কারো নিঃসঙ্গ একাকী জীবনে করে বেড়ায় হ্যাঁ-হুঁতাশ।
কেহ মৃত্যু পর্যন্ত বয়ে বেড়ায়
রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস।
আজ পরের সম্পদে কত জনের
সুখের রাজ্যে বস-বাস,
কারো বিনা অপরাধে হচ্ছে নরক যন্ত্রণা কারাবাস।
এই হলো মুক্তি যুদ্ধের সঠিক দেশ মুক্তির ইতিহাস,
সত্য লুকায়ে মিথ্যা আশ্রয়ে
ভুল তথ্য প্রকাশ।
কানাডা