স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেছেন, বিশ্বের এই সময়ের সেরা চার ব্যাটসম্যানের তালিকায় আছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, জো রুট ও বাবর আজম।

শুধু তাই নয়, ওয়াসিম আকরামের মতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায়ও ইতোমধ্যে স্থান করে নিয়েছেন বাবর আজম।

পাকিস্তানের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৯১৬ উইকেট শিকার করা সাবেক তারকা পেসার ওয়াসিম আকরাম বলেন, পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, ইনজামাম-উল-হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফের পরের পজিশনেই আছে বাবর আজম।

বাবর আজমের প্রসংশা করে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম আরও বলেন, আমি গত তিন বছর থেকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসে বাবর আজমের সঙ্গে কাজ করছি। আমি তার কাজের নীতি পছন্দ করি। সে মনোযোগী, সে কখনোই নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকে না। এটি একজন ভালো নেতার লক্ষণ। সে ধারাবাহিক পারফর্ম করার চেষ্টা করে।

বাবর আজম পাকিস্তানের হয়ে ইতোমধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৯৩ ম্যাচে অংশ নিয়ে ২০টি সেঞ্চুরির সাহায্যে ৯ হাজার ৬৬ রান করেছেন।

পাকিস্তানের হয়ে ৪৯৯ ম্যাচে অংশ নিয়ে ৩৫টি সেঞ্চুরির সাহায্যে রেকর্ড ২০ হাজার ৫৮০ রান সংগ্রহ করেন ইনজামাম-উল হক।

৪০৮ ম্যাচে অংশ নিয়ে ৪১টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ৭৯০ রান করেন ইউনিস খান। ৪৩২ ম্যাচে অংশ নিয়ে ৩৯টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ৩০০ রান করেন খ্রীষ্টান থেকে মুসলমান হয়ে যাওয়া মোহাম্মদ ইউসুফ।