বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে এবার পাল্লা দিয়ে তার স্ত্রী নাতাশা দালাল ওটিটি এর জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন।

নাতাশা একজন ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজি (এফআইটি), নিউইয়র্ক থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তারপর পড়াশুনো শেষ করে নাতাশা ২০১৩ সালে ভারতে ফিরে আসেন এবং নিজের ডিজাইনের কাজ শুরু করেন।এবার নাতাশা ওটিটি তে একটি নতুন কনেকে সাজানোর মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছেন।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ডিজাইন করা সবসময়ই আমার একটি পছন্দের ব্যাপার, এবং ওটিটিতে আত্মপ্রকাশের জন্য এর চেয়ে ভাল কিছু আর হতে পারে না।” তিনি বলেন, কনের জন্য পোশাক ডিজাইন করা তার জন্য একটি অসাধারণ দক্ষতা। নাতাশা আরও জানিয়েছেন, “প্রতিটি নববধূ অনন্য এবং যখন সে তার স্বপ্নের পোশাকটি সামনে দেখে, তখন তার চোখ জ্বলজ্বল করে, যা এটিকে জীবনে আনার পথে আসা সমস্ত ঝামেলা দূর করে। আমি এটা দেখার জন্য অপেক্ষা করছি।”

নাতাশার শো এর নাম “ইয়েস টু দ্য ড্রেস ইন্ডিয়া”, সেখানেই ওটিটি অভিষেক করবেন তিনি। বরুণ ও নাতাশা দালাল ২০২১ সালের জানুয়ারিতে বিয়ে করেন। নাতাশা মিডিয়ার সাথে খুব বেশি যোগাযোগ রাখতে পছন্দ করেন না।