অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে, বর্ণ বৈষম্য এবং কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে অন্যান্য দেশের মতো কানাডাতেও বিক্ষোভ চলছে। এতে অংশ নিচ্ছেন বহু মানুষ। রাজধানী অটোয়ায় পার্লামেন্টের সামনে হাঁটু ভর করে মাটিতে বসে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

রোববারও মন্ট্রিয়লসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্যাতনের জন্য বিশ্বব্যাপী বিক্ষোভ সমাবেশ চলছে। কানাডায় কৃষ্ণাঙ্গ হত্যার এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে প্রায় লক্ষাধিক মানুষ।

করোনার প্রাদুর্ভাবে যেভাবে মানুষ গৃহবন্দি ছিল সেটা ভেঙে রাস্তায় নেমে দেখিয়ে দিয়েছে মানবতার বিজয় প্রয়োজন। মানবিকতার দেশ এই কানাডায় কোন বর্ণবাদ নেই, মৃত্যুও হবে না। এই প্রত্যাশায় আছে পুরো কানাডাবাসী। সময়টিভি