স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে নিজের ক্যারিয়ারের প্রথম গোল করেও উদযাপন করা হয়নি ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নাথান আকের। মূলত রক্ষণ সামলানো তার একমাত্র কাজ হলেও আর বি লাইপজিগের বিপক্ষে সিটির বড় জয়ে একটি গোলও করেন তিনি। কিন্তু উদযাপন করলেন কোথায়? ম্যাচ শেষেই জানতে পারেন তার বাবার মৃত্যু হয়েছে। ডাচ এই ডিফেন্ডার নিজেই ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার অনেক কষ্টে কেটেছে। আমার বাবা অনেক অসুস্থ ছিলেন, কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না। এই পরিস্থিতিতে পরিবার, আমার বাগ্দত্তা, বন্ধুদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি।’
নিজের গোল করার পরই বাবার মারা যাওয়ার বিষয়টাকে ভাগ্যের খেলা বলেই মনে হচ্ছে আকের কাছে। তিনি লিখেছেন, ‘কাল আমি আমার চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের প্রথম গোল করেছি। গোলের কিছুক্ষণ পরেই আমার ভাইকে পাশে রেখে আবার বাবা মারা যান। হয়তো এটাই লেখা ছিল ভাগ্যে। আমাকে খেলতে দেখে তিনি অনেক গর্ব অনুভব করতেন। বাবা আমি জানি আপনি সব সময় আমার সঙ্গে রয়েছেন, আপনি আমার হৃদয়ে থাকবেন আজীবন। এই গোলটা আপনার জন্য।’