স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বুধবার। বাংলাদেশ সময় বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সিরিজের বাকি ৪টি ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

এ সিরিজে টাইগাররা যদি নিউজিল্যান্ডের দ্বিতীয়সারির দলটিকে ৫-০ ব্যবধানে হারাতে পারে তাহলে ২৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে উঠে যাবে। সেই সঙ্গে টাইগাররা টপকে যাবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে।

বাংলাদেশ যদি সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায় তাহলে ২৪৫ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের ষষ্ঠ পজিশনে উঠে যাবে। সেই সঙ্গে টপকে যাবে অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের।

সিরিজে ৩-২ ব্যবধানে জয় পেলেও বাংলাদেশ ১০ম পজিশন থেকে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ পজিশনে উঠে যাবে।

তবে বাংলাদেশ যদি ৩-২ ব্যবধানে হেরে যায় তাহলেও র‌্যাংকিংয়ে উন্নতি হবে টাইগারদের। তখন ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আফগানিস্তানকে হটিয়ে ২৩৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে তৃতীয় পজিশন থেকে চারে নেমে যাবে নিউজিল্যান্ড।

তবে বাংলাদেশ ৪-১ বা ৫-০ ব্যবধানে হেরে গেলে তেমন কোনো সমস্যা হবে না টাইগারদের। আগের মতো সেই ১০ নম্বর পজিশনেই থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

চলতি মাসের শুরুর দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারালেও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়নি টাইগারদের।