স্পোর্টস ডেস্ক : পার্ক দে প্রিন্সেসে চাঁদের হাট বসিয়েছেন নাসের আল খেলাইফি। নিঃসন্দেহে বিশ্বের শক্তিধর ফুটবল ক্লাবের দৌড়ে সর্বাগ্রে প্যারিস জায়ান্টরা। ক্রিস্টিয়ানো রোনালদোও নিশ্চয়ই তারকায় ঠাসা দলটিতে খেলতে উদগ্রীব হয়ে আছেন। এমনটাই ধারণা অ্যাঞ্জেল ডি মারিয়ার।
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ঢেলে দল সাজিয়েছে পিএসজি। নেইমার, কিলিয়ান এমবাপ্পে, ডি মারিয়া, মার্কো ভেরাত্তি, মার্কিনিওসরা তো ছিলেনই- শক্তিশালী দলের সঙ্গে নাসের আল খেলাইফির নতুন সংযোজন লিওনেল মেসি, সার্জিও রামোস, জর্জিনিয়ো ভাইনালদাম, জিয়ানলুইজি দোন্নারুম্মা এবং আশরাফ হাকিমি। এমন একটি দলে বিশ্বের যেকোনো খেলোয়াড় খেলতে চাইবে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘ক্রিস্টিয়ানো হয়তো এখানে থাকতে না পেরে নিজেকে খুন করতে চাইছে! পিএসজিতে এখন খেলোয়াড়দের মান ও সংখ্যাটা অনন্য। ক্লাবে সব সময় এমন ঘটে না। আর দারুণ খেলোয়াড়েরা সব সময় সেরাদের সঙ্গেই থাকতে চায়।
লিওনেল মেসির প্যারিস যাত্রায় সবচেয়ে খুশি যে ডি মারিয়া সেটি বলার অপেক্ষা রাখে না। জাতীয় দলের প্রিয় বন্ধুর সঙ্গে একই ক্লাবে খেরতে পারাটা পিএসজি মিডফিল্ডারের জন্য স্বপ্নপূরণের ন্যায়। মেসির সঙ্গে খেলা খুব সহজ বলে মনে করেন ডি মারিয়া। তিনি বলেন, ‘ওর সঙ্গে খেলা খুব সহজ। আপনি দৌড়াবেন, ও বল দেবে, একদম পায়ের সামনে এসে পড়বে। মাঠ এবং মাঠের বাইরে ওর সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার।’
ডি মারিয়া বলেন, ‘মেসি ভিনগ্রহের। তাকে পাথর মারলে সেটাও থামি দেবে। আমি ক্রিস্টিয়ানো, নেইমার, এমবাপ্পে, রুনি, ভ্যান পার্সি, বেনজেমা, বেলদের সঙ্গে খেলেছি। কিন্তু কখনো ওর মতো কাউকে দেখিনি। লিও অনন্য।’