স্পোর্টস ডেস্ক : রীতিমতো সেনসেশনে পরিণত হয়েছে চীনের মাত্র ১৪ বছর বয়সী অলিম্পিক স্বর্ণজয়ী ডুবুরি কুয়ান হংচ্যান। ফলে রাতারাতি তার ভক্ত বেড়ে গেছে। এসব ভক্তের ঢল নেমেছে তার বাড়িতে। তাদের উদ্দেশ্য একটাই। তার বাড়ি থেকে ছবি তুলে, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ব্যাপক হারে লাইক, শেয়ার পাবে। এ জন্য তার পরিবার ও প্রতিবেশীরা পর্যটকের ঢলে রীতিমতো হয়রান হচ্ছেন। স্থানীয় মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, এবার অলিম্পিকে ১০টি ডুবের মধ্যে তিনটি একেবারে যথার্থ হওয়ায় স্বর্ণজয় করে কুয়ান হংচ্যান।

আর দেরি নয়। সঙ্গে সঙ্গে ভক্তের ঢল ছুটতে থাকে তার মাইহি গ্রামের দিকে। তাদের কেউ কেউ বাড়িটির দৃশ্য সুন্দরভাবে ধারণ করার জন্য গাছে পর্যন্ত উঠে যাচ্ছেন। সেখান থেকে ভিডিও ধারণ করছেন। ছবি তুলছেন। অসুস্থ মায়ের চিকিৎসার ব্যয় মেটাতে সে এই ডুব প্রতিযোগিতায় অংশ নিয়েছে- এ কথা বলার সঙ্গে সঙ্গে অনলাইনে তার প্রতি গণহারে সমর্থন আসছে। মায়ের চিকিৎসার খরচ যোগাতে নিজের জীবনকে বাজি ধরেছে, এ কথা শুনে বিশ্বের বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। যখন সে বলেছে, অলিম্পিকের এই জয় সে তার মায়ের প্রতি উৎসর্গ করছে। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় পড়েন তার মা। তারপর বহুবার তাকে হাসপাতালে নিতে হয়েছে। কুয়ান হংচ্যান জাপানের রাজধানী টোকিওতে বলেছে, আমার মাকে বাঁচাতে অনেক অর্থের প্রয়োজন। এরপর থেকে হংচ্যানের গ্রামের বাড়ি নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে হ্যাসট্যাগ চালু হয়েছে। এর নাম দেয়া হয়েছে ইংরেজিতে- ‘হাউ টু ভিউ কুয়ান হংচ্যানস হোম বিকামিং অ্যান ইন্টারনেট ফটো হটস্পট’। এই হ্যাসট্যাগ এরই মধ্যে কমপক্ষে আড়াই লাখ বার দেখা হয়েছে।