অনলাইন ডেস্ক : বিশ্ব ক্রিকেটে এখনো পরাশক্তি বনে না গেলেও বেশ সমীহ আদায় করা দলে পরিণত হয়েছে বাংলাদেশ। টেস্টে খেলুড়ে প্রায় প্রতিটি দলের সঙ্গেই দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সুখস্মৃতি আছেন টাইগারদের। শুধুমাত্র অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কোনও রেকর্ড ছিল না বাংলাদেশের। এবার অর্জনের খাতায় যোগ হলো অজিদের নাম। বাকি রইল কেবল ইংল্যান্ড।
ইংল্যান্ডকে হারালেই প্রাপ্তির পূর্ণতা মিটবে বলে মনে করে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, ‘এখন পর্যন্ত দুটো দেশ বাকি যাদের সঙ্গে আমরা কোনদিন সিরিজ জিতিনি। এর মধ্যে একটা ছিল অস্ট্রেলিয়া আর একটা ছিল ইংল্যান্ড। বাকি সবার সঙ্গে কোন না কোন ফরম্যাটে আমরা সিরিজ জিতেছি। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জেতায় একটা পর্ব শেষ হলো। এখন শুধু বাকি আছে ইংল্যান্ড।’
শুক্রবার অস্ট্রেলিয়াকে ১০ হারিয়ে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ জয়ের সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল। এরপর মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথাগুলো বলছিলেন পাপন।
তবে বিসিবি সভাপতির চাওয়া সহসা পূর্ণ হচ্ছে না। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। কিন্তু এই সিরিজ প্রায় দেড় বছর পিছিয়ে দিয়েছে ইসিবি। ২০২৩ সালের মার্চে বাংলাদেশে আসবে তারা। তার আগে দ্বিপাক্ষিক সিরিজের সূচি নেই দুই দলের। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিততে অন্তত সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।
পাপন জানালেন, ‘দুর্ভাগ্যক্রমে ইংল্যান্ড এর মধ্যে আসছে না। আসলে অবশ্য চাইতাম যে অক্টোবরে যেহেতু আমাদের নির্বাচন তাই এই টার্মটা শেষ হওয়ার আগে এরকম একটা অর্জন থাকে কিনা। এই একটা বাকি রইলো।’