স্পোর্টস ডেস্ক : রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে উঠল ইতালি। শনিবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে অস্ট্রিয়া। অতিরিক্ত সময়েই হয়েছে এই তিনটি গোল।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ায় বারবার মনে হচ্ছিল, প্রান্ত দিয়ে আক্রমণ করতে না পারলে সমস্যা পড়বে ইতালি। কারণ, অস্ট্রিয়া এক ইঞ্চিও জমি ছাড়বে না ইমমোবিলেদের। ৬৫ মিনিটে মার্কো আরনাউতোভিচ গোল করে এগিয়ে দেয় অস্ট্রিয়াকে। অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি।

টানা ৯০ মিনিট খেলা হয়; তবে গোলের দেখা পাননি কেউই। এরপর অতিরিক্তি সময়ে খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই স্পিনাজ়োলার পাস বিপক্ষের পেনাল্টি বক্সে বল ধরে বাঁ-পায়ের শটে জালে জড়িয়ে দেন কিয়েসা। ১০৬ মিনিটে ২-০ করে পরিবর্তিত হিসেবে নামা আর এক তারকা পেসিনা।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে অস্ট্রিয়া ০-২ পিছিয়ে পড়ার পরেও লড়াই ছাড়েনি। সাসা কালাজদজ়িচ ১১৪ মিনিটে ব্যবধান কমালেও দলের হার বাঁচাতে পারেননি।