স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দলকে দ্বিতীয় উইকেট এনে দিলেন মোস্তাফিজুর রহমান। ৭.৪তম ওভারে দলীয় ৪২ রানে এ টাইগার পেসার সাজঘরে ফেরান পাথুম নিশাঙ্কাকে। ব্যক্তিগত ৮ রানে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন শ্রীলঙ্কার ওয়ানডাউন ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে ম্যাচে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। পঞ্চম ওভারের শেষ বলে লঙ্কান ওপেনার দানুশকা গুনাতিলাকাকে সাজঘরে ফেরান এ টাইগার অফস্পিনার। নিজের বলেই ফিরতি ক্যাচ নেন মিরাজ। উইকেট খোয়ানোর আগে ১৯ বলে ২১ রান করেন গুনাতিলাকা। মারকুটে ব্যাটিংয়ে গুনাতিলাকা হাঁকান পাঁচটি বাউন্ডারি। রোববার মিরপুর শেরে বাংলা মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
তিন ফিফটিতে ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ২৫৭/৬-এ। মুশফিকুর রহীম ৮৪, মাহমুদুল্লাহ রিয়াদ ৫৪ ও তামিম ইকবাল ৫২ রান করেন। জবাবে দলীয় ৩০ রানে প্রথম উইকেট খোয়া শ্রীলঙ্কা। ৬ ওভার শেষে সফরকারী শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৩৬/১-এ।