তানজিন তামান্না

গ্রামের বাড়ির বাগানটা- পদচিহ্নহীন পড়ে আছে খাঁ-খাঁ দুপুরে।
সন্ধ্যায় জোনাকীরা জ্বালায় অন্ধকারের অস্তিত্ব…
পাড়া গাঁর সবুজে একদিন, নিস্তব্ধতা বসে থাকবে বলে হেঁটে যায় শহরের পথে…
তার ফিরে আসার পথে দিন গুণতে থাকে প্রাচীন বটগাছ!

লেখিকা : লিটল ম্যাগাজিনের সাথে জড়িত, এম.ফিল’র ছাত্রী)
(পাবনা, যশোর, বাংলাদেশে বাস করেন)

ফ্লোরিডা, ইউএসএ প্রবাসী, মুরশাদ সুবহানী ও মিতা মজুমদারের একমাত্র কন্যা